নওগাঁর মান্দায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উদ্যোগে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুলতান জামাল উদ্দীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা এবং একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ প্রমূখ।
বক্তারা বলেন, দুর্নীতি দেশের উন্নয়ন ও অগ্রগতির সবচেয়ে বড় বাধা। তাই সমাজের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে।
এফপি/অ