রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে রোকেয়া দিবস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়।
এরপর বেরোবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। এতে বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।
এতে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে আজীবন কাজ করে গেছেন মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তবে নারীরা আজও সমাজে চলতে বাধার মুখে পড়ছেন। কিন্তু নারীর স্বাধীনতা, ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার কাজ ও কর্ম প্রত্যেক নারীকে প্রেরণা জোগাবে। নারীদেরকে নতুনভাবে বাঁচতে শেখানো বেগম রোকেয়ার স্মৃতি যেন মুছে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
এদিকে রোকেয়া দিবসকে ঘিরে উৎসব মূখর পরিবেশ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বসতভিটা রংপুর মিঠাপুকুরের পায়রাবন্দ এলাকায়। সকালে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর রোকেয়া দিবসকে ঘিরে বেলুন উড়িয়ে লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহাম্মদ এনামুল আহসান।
এফপি/অ