আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে “২০১৮ কৃষিনীতি বাস্তবায়ন, কৃষিতে নারীর অধিকার ও বাস্তবতা এবং নারী কৃষকদের দাবী” নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় নারী কৃষকরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে।
বুধবার বেলা ১১ টায় নারী কৃষকদল চম্পাপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নের আয়োজনে আভাস ও একশনএইড বাংলাদেশ'র সহযোগীতায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন।
“নারী কৃষকের অধিকার ও মানবাধিকার” সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারী কৃষক চন্দ্রিকা রায় তমা ও মাসুমা।
সংবাদ সম্মেলন ও মানববন্ধনে কৃষি কাজে নারীদের স্বীকৃতি, নারীদের জন্য গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থা ও হাট বাজার ব্যবস্থার উন্নয়ন, সরকার কর্তৃক কৃষি মূল্য নির্ধারণ, সরাসরি কৃষকদের কাছ থেকে কৃষি পণ্য ক্রয়, নারী কৃষকদের প্রশিক্ষণ, নারী কৃষকদের সরকারের কৃষক তালিকাভূক্ত এবং নারী কৃষকদের সরকারি সকল প্রণোদনা দেয়ার দাবি করেন কৃষক নারীরা।
এফপি/জেএস