ব্রিসবেন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৫১১ রানে অল-আউট হয়েছে অস্ট্রেলিয়া, অথচ দলের কোনো ব্যাটারই সেঞ্চুরি করতে পারেননি। অন্যদিকে ইংল্যান্ডের প্রথম ইনিংস থেমেছিল ৩৩৪ রানে। এতে স্বাগতিক অস্ট্রেলিয়ার লিড হয়েছে ১৭৭ রানের। বিস্ময়কর হলেও সত্য, অজিদের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন পেস তারকা মিচেল স্টার্ক!
আজ শনিবার ম্যাচের তৃতীয় দিনে ৬ উইকেটে ৩৭৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ছোট ছোট জুটিতে তারা এগিয়ে যেতে থাকে। দুই পেসার মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ড নবম উইকেট জুটিতে তোলেন ৭৫ রান! তারা খেলেছেন ১৬৫ বল। এমনকী শেষ উইকেটেও বোল্যান্ড আর ডাগেট ২০ রান তুলেছেন। সম্মিলিত প্রচেষ্টাতেই পাঁচশ রান পার করে অজিরা। জেক ওয়েদারল্যান্ড ৭২, মার্নাস লাবুশেন ৬৫, স্টিভেন স্মিথ ৬১, অ্যালেক্স ক্যারি ৬৩ এবং মিচেল স্টার্ক ১৪১ বলে ১৩ বাউন্ডারিতে ৭৭ রানের ইনিংস উপহার দেন। বোল্যান্ড অপরাজিত থাকেন ৭২ বলে ২১ রানে।
এরপরও কোনো সেঞ্চুরি ছাড়া এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়তে পারেনি অস্ট্রেলিয়া। এখনো শ্রীলঙ্কার সেই ৫৩১ রানের রেকর্ডই অক্ষত অবস্থায় রয়ে গেল, যা তারা ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে করেছিল। ওই ম্যাচে শ্রীলঙ্কার ছয় ব্যাটার অর্ধশতক করলেও কেউই তিন অংকে পৌঁছাতে পারেননি। কুশল মেন্ডিস করেছিলেন সর্বোচ্চ ৯৩ রান। উল্লেখ্য, গ্যাবার বাইশ গজে প্রথম ইনিংসে ন্যূনতম চার শ রান তোলার পর অস্ট্রেলিয়া সেখানে কখনো হারেনি।
এফপি/অ