Dhaka, Friday | 5 December 2025
         
English Edition
   
Epaper | Friday | 5 December 2025 | English
বাংলাদেশের মেয়েদের পাকিস্তান বধ
ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত
বায়ুদূষণে ‘প্রথম স্থানে’ ঢাকা
শিরোনাম:

নওগাঁ জোনে রাকাবের ঋণ আদায় ক্যাম্পে রেকর্ড ২০ কোটি টাকা আদায়

প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৪ পিএম  (ভিজিটর : ৫৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নওগাঁ জোনে চার দিনব্যাপী বিশেষ ঋণ আদায় ক্যাম্পে ব্যাপক সাড়া মিলেছে। (১ ডিসেম্বর) থেকে (৪ ডিসেম্বর) পর্যন্ত আয়োজিত এসব ক্যাম্পে মোট ২০ কোটি টাকার মতো ঋণ আদায় হয়েছে। এর মধ্যে খেলাপি ঋণ আদায় হয়েছে প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা, যা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।


ক্যাম্পের উদ্বোধন করেন রাকাব নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক (ডিজিএম) রুহুল আমিন। উদ্বোধনকালে তিনি বলেন, খেলাপি ঋণ কমানো ও গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ করতে এ ধরনের ক্যাম্প নিয়মিত আয়োজন করা হবে। একইসঙ্গে গ্রাহকদের প্রতি আস্থা ও বিশ্বাস বজায় রেখে ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


নওগাঁ জেলার মোট ৩০টি শাখায় একযোগে অনুষ্ঠিত এই ক্যাম্পে ঋণ গ্রহীতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্যাম্প চলাকালে অনেক গ্রাহক তাদের বকেয়া ঋণ পরিশোধ করেন এবং নতুন করে ঋণ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। কৃষি, ক্ষুদ্র ব্যবসা, পশুপালনসহ বিভিন্ন খাতের গ্রাহকরা ব্যাংকের সেবা পেয়ে সন্তুষ্টি জানান।


নওগাঁ শাখার শাখা ব্যবস্থাপক শাহীন আলম ও মহাদেবপুর শাখার শাখা ব্যবস্থাপক ফরিদ আহম্মেদসহ অন্যান্য শাখা ব্যবস্থাপকরা জানান, ঋণ পরিশোধে প্রণোদনা, সহজ প্রক্রিয়া এবং কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার কারণে গ্রাহকদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। ফলে কম সময়ে বেশি ঋণ আদায় করা সম্ভব হয়েছে। অনেক গ্রাহক জানান, ব্যাংকের কর্মকর্তারা তাদের নানা দিকনির্দেশনা ও সহযোগিতা করায় তারা সহজেই ঋণ পরিশোধ করতে পেরেছেন।


রাকাব কর্তৃপক্ষ মনে করছে, এ ধরনের ক্যাম্প ভবিষ্যতে খেলাপি ঋণ আরও কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। নওগাঁ জোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দিনেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝