| শিরোনাম: |

সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের অনুসারীরা মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু অবরোধ করে বিক্ষোভ করছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে তারা মুক্তারপুর- নারায়নগঞ্জ সড়কের মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুর ঢালে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে মুন্সীগঞ্জ থেকে ওই পথে পাশের জেলা নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকার সাথে সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়।
এ সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে বিএনপির একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় তারা মুন্সীগঞ্জ- ৩ আসনের মনোনয়ন প্রত্যাখ্যান করে দ্রুত মনোনয়নের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবী জানান তারা।
এতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামরুজ্জামান রতনকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই বিক্ষুব্ধ হয়ে উঠে মনোনয়ন প্রত্যাশী মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের অনুসারীরা।
এফপি/জেএস
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভালাইন ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
নূরউদ্দিন মোল্লার মনোনয়ন পরিবর্তনে উত্তাল মাদারীপুর-১, রাস্তায় মশাল মিছিল
পীরগাছায় দিনে দুপুরে কৃষকের জমির পাকা ধান লুট
তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না—এ প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল
বিএনপির মনোনয়ন বঞ্চনার প্রতিবাদে মুক্তারপুর সেতু অবরোধ