Dhaka, Friday | 5 December 2025
         
English Edition
   
Epaper | Friday | 5 December 2025 | English
বাংলাদেশের মেয়েদের পাকিস্তান বধ
ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত
বায়ুদূষণে ‘প্রথম স্থানে’ ঢাকা
শিরোনাম:

বিএনপির মনোনয়ন বঞ্চনার প্রতিবাদে মুক্তারপুর সেতু অবরোধ

প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০৮ পিএম  (ভিজিটর : ৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের অনুসারীরা মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু অবরোধ করে বিক্ষোভ করছে।


শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে তারা মুক্তারপুর- নারায়নগঞ্জ সড়কের মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুর ঢালে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে মুন্সীগঞ্জ থেকে ওই পথে পাশের জেলা নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকার সাথে সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়।


এ সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে বিএনপির একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় তারা মুন্সীগঞ্জ- ৩ আসনের মনোনয়ন প্রত্যাখ্যান করে দ্রুত মনোনয়নের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবী জানান তারা।


এতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।


প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামরুজ্জামান রতনকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই বিক্ষুব্ধ হয়ে উঠে মনোনয়ন প্রত্যাশী মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের অনুসারীরা।


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝