| শিরোনাম: |

সংগৃহীত ছবি
মাদারীপুর- ১ (শিবচর) আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব শিবচরের ঐতিহাসিক হাতিরবাগান মাঠ থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মনোনয়ন স্থগিত ও পরিবর্তন গত (৩ নভেম্বর) গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত ২৩৭ আসনের তালিকায় মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়।
পরবর্তীতে ‘অনিবার্য কারণবশত’ মনোনয়ন স্থগিত করা হয়। এরপর (৪ডিসেম্বর) প্রকাশিত নতুন তালিকায় এ আসনে নতুন প্রার্থী হিসেবে ঘোষিত হয় শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী নাদিরা আক্তারের নাম। এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
মশাল মিছিলে উত্তাল শিবচর, মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে অনুষ্ঠিত মশাল মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেন। শিবচরের রাজপথ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
বিক্ষোভকারীরা স্লোগান দেন
“এই মনোনয়ন মানি না”,
“নমিনেশন ফেরত চাই”,
“ধানের শীষ চাই –যোগ্য প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা ভাই”।
হাতিরবাগান মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি শিবচর শহরের প্রধান সড়ক ঘুরে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বিক্ষোভকারীরা বলেন, “ঘোষিত প্রার্থীর নাম কেন বাতিল হলো তার পরিষ্কার ব্যাখ্যা চাই। কামাল জামান নুরুদ্দিন মোল্লা জনপ্রিয়, যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। তার হাতেই ধানের শীষ দেওয়া উচিত। আমরা নমিনেশন ফেরত চাই।”
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়।
মিছিলে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক মোঃ শাজাহান মোল্লা সাজু,যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাদবর, শিবচর পৌরসভার সদস্য সচিব মোঃ আজমল হোসেন খান সেলিম, এছাড়াও শিবচরর ১৮ ইউনিয়ন ও একটি পৌর সভার বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা- কর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেওয়া কামাল জামান নুরুদ্দিন মোল্লা সাংবাদিকদের বলেন- “১৭ বছর ধরে দলের প্রতিটি কর্মসূচিতে অংশ নিয়েছি, দলের জন্য সবসময় নিবেদিত থেকেছি। একাধিক মামলায় আসামি হয়েছি, ১০ বছর নিজ বাড়িতে আসতে পারিনি-সবই দলের জন্য। শিবচরের ১৮টি ইউনিয়ন ও পৌরসভায় ধারাবাহিকভাবে সমাবেশ করেছি। এত জনপ্রিয়তার মধ্যেও আমার মনোনয়ন পরিবর্তন হওয়ায় আমি গভীরভাবে মর্মাহত।”
তিনি আরও বলেন, “অতি দ্রুত আমার মনোনয়ন ফিরিয়ে দিয়ে ধানের শীষকে বিজয়ী করার সুযোগ দেওয়া হোক। আমি মাদারীপুর- ১ আসনটি তারেক রহমানের হাতে উপহার দিতে চাই।”
এফপি/জেএস
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভালাইন ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
নূরউদ্দিন মোল্লার মনোনয়ন পরিবর্তনে উত্তাল মাদারীপুর-১, রাস্তায় মশাল মিছিল
পীরগাছায় দিনে দুপুরে কৃষকের জমির পাকা ধান লুট
তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না—এ প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল
বিএনপির মনোনয়ন বঞ্চনার প্রতিবাদে মুক্তারপুর সেতু অবরোধ