মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকা থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৩৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বাবিল হোয়াইকং এলাকার আব্দুল খালেকের ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ।
পুলিশ জানায়, টেকনাফ থেকে ঢাকাগামী ইয়াবার একটি বড় চালান মহাসড়ক দিয়ে যাচ্ছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। রাত ৩টার দিকে একটি সন্দেহজনক নোহা স্কয়ার গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হলে বিশেষভাবে লুকিয়ে রাখা ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
ওসি আনোয়ার আলম আজাদ বলেন, সফল অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে আটক ইব্রাহিম দীর্ঘদিন ধরে টেকনাফ-ঢাকা রুটে মাদক পরিবহনের সঙ্গে যুক্ত। তদন্তে বিষয়টি আরও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে এই কর্মকর্তা।
এফপি/অ