Dhaka, Wednesday | 3 December 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 3 December 2025 | English
উত্তরাঞ্চল শৈত্যপ্রবাহ আসছে, বাড়ছে শীতজনিত রোগ
আবারও কমল সোনার দাম
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
ঢাকায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে
শিরোনাম:

বাঞ্ছারামপুরে ১৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৬:১৫ পিএম আপডেট: ০৩.১২.২০২৫ ৬:৩৩ পিএম  (ভিজিটর : ১১৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বাঞ্ছারামপুর  উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি  সেলিম রেজা, সাধারণ সম্পাদক শাহজালাল টিপু, জেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোফরান মোস্তফা, মো. আলী পলাশ, আবদুল্লাহ আল মামুন, মমতাজ বেগম, কবির হোসেন, সাইদুল ইসলাম, জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম, মো. মাইনুদ্দিনসহ উপজেলার ১৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নেতা। 

শিক্ষক নেতারা বলেন, লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর তিন দফা দাবি বাস্তবায়নে এবার “কমপ্লিট শাটডাউন” কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হয়েছে উপজেলার ১৩৯টি স্কুলের ৮৮৫ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা।

একইসঙ্গে তারা বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে দাবি আদায়ের জন্য কাল থেকে স্কুলগুলোতে তালা ঝুলিয়ে দেবেন। ইতিমধ্যে যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে, তার খাতা মূল্যায়ন, ফলাফল প্রকাশ থেকে বিরত রাখাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হবে।

বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন চললেও বাঞ্ছারামপুরে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে। যদিও গত তিন দিন যাবত কর্মবিরতিতে রয়েছেন সহকারি শিক্ষকরা।

আরও জানান, অর্থমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নে ২৩ দিন অতিবাহিত হলেও অদ্যবধি দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বানে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাঞ্ছারামপুরে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “কমপ্লিট শাটডাউন” বা তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করা হলো।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ৩ দফা দাবি হলো—

১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ

২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি

মতবিনিময় সভায় বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহ সভাপতি ফয়সল আহমেদ খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহাইল আহমেদ, আতিকুর রহমান লিটন, আশিকুর রহমান, নিরব বাবুসহ প্রেস ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝