বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জয়পুরহাটের ক্ষেতলালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩নভেন্বর) বেলা ১১টায় কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ক্ষেতলাল সরকারি সাঈদ আলতাফুন্নেসা কলেজের মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সাবেক সচিব মো. আব্দুল বারী। এসময় জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দীক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক রাফিউল হাদী মিঠু, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানাসহ তিন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সচিব মো. আব্দুল বারী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু তিনবারের সফল প্রধানমন্ত্রীই নন, তিনি দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে আপোষহীন সাহসী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। মানুষের অধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতির ইতিহাসে অম্লান হয়ে থাকবে। আজ তিনি অসুস্থ—আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন।
পরিশেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং দোয়া মাহফিল শেষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এফপি/জেএস