Dhaka, Wednesday | 3 December 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 3 December 2025 | English
উত্তরাঞ্চল শৈত্যপ্রবাহ আসছে, বাড়ছে শীতজনিত রোগ
আবারও কমল সোনার দাম
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
ঢাকায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে
শিরোনাম:

খুলনা ওয়াসার আড়াই হাজার কোটি টাকার প্রকল্পে পিডি নিয়োগের তোড়জোড়!

প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৬ পিএম আপডেট: ০৩.১২.২০২৫ ৬:৪৪ পিএম  (ভিজিটর : ৪০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনা ওয়াসার পদায়নকৃত এমডি'র যোগদানে ছাড়পত্র রহস্যজনকভাবে আটকে গেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। গত (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো: রফিক রাষ্ট্রপতির আদেশক্রমে এক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানকে খুলনা ওয়াসার এমডি (ব্যবস্থাপনা পরিচালক) পদে পদায়ন করেন।

(৩ ডিসেম্বর) বুধবার পর্যন্ত তিনি কর্মস্থলে যোগদান করেননি। তার যোগদান করার জন্য ছাড়পত্রটি আটকে আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওয়াসা সংক্রান্ত দপ্তরে। আর এই সুযোগে খুলনা ওয়াসার সেই বহুল আলোচিত নির্বাহী প্রকৌশলীকে ফেস- ২ প্রকল্পের পিডি হিসেবে নিয়োগ দিতে একটি মহল উঠে পড়ে লেগেছে।

আগামীকাল (৪ ডিসেম্বর) বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুষ্ঠিতব্য খুলনা ওয়াসার বোর্ড মিটিংয়ে এটি উত্থাপন হতে পারে বলে ওয়াসার একাধিক কর্মকর্তা জানান।

খুলনা ওয়াসার এক ঠিকাদার ও একাধিক কর্মকর্তা এ বিষয়টি স্বীকার করেন, বিগত দিনে খুলনা তথা দেশের আলোচিত শেখ বাড়ির টাকার মেশিন বলে খ্যাত নির্বাহী প্রকৌশলী মো: রেজাউল ইসলাম খুলনা ওয়াসার ফেস-২ প্রকল্পের পিডি হিসেবে নিয়োগ পেতে মরিয়া হয়ে উঠেছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলমান থাকা সত্ত্বেও মনোনয়নের ক্ষেত্রে তার নাম ইতিপূর্বে প্রেরণ করা হয়। ২ হাজার ৫৯৮ কোটি টাকার ফেস- ২ প্রকল্পের পিডি হতে পারলে ওই কর্মকর্তা মরিয়া হয়ে উঠেছেন। তবে এর পেছনে কাজ করছে কয়েকজন বোর্ড সদস্য ও কতিপয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আর এই পদ নিয়ে বিশাল অঙ্কের বাণিজ্য হয়েছে বলে সূত্রটি জানায়।

সূত্রটি জানায়, পিডি হতে ৪ র্থ গ্রেডের নির্বাহী প্রকৌশলী হতে হবে। কিন্তু মো: রেজাউল ইসলাম ৬ষ্ঠ গ্রেডের। তাছাড়া তার বিরুদ্ধে বিগত দিনে ডিএমডি প্রকৌশলী মো: কামাল আহমেদ এসিআর দিয়ে গেলেও সম্প্রতি সেই এসিআরের ফাইল দপ্তর থেকে রহস্যজনকভাবে গায়েব হয়েছে বলে জানা গেছে। নতুন করে তার পক্ষে এসিআর নেওয়ার তোড়জোর চলছে। এসব বিষয় নিয়ে মন্ত্রণালয়ে দৌড়- ঝাপ করছেন আলোচিত একজন বোর্ড সদস্য।

এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো: মনিরুজ্জামানের নিকট জানতে চাইলে তিনি বলেন, খুলনা ওয়াসার পদায়নকৃত এমডি'র ফাইলটি কি অবস্থা তা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তবে আমি খোঁজ খবর নিচ্ছি। গ্রাহক সেবা থেকে প্রশাসনিক কাজে বাধাগ্রস্ত হচ্ছে। এটি জরুরি সমাধান দরকার বলে তিনি মনে করেন।

অপর দিকে, আগামীকাল বৃহস্পতিবার খুলনা ওয়াসার বোর্ড মিটিং হচ্ছে এমনটি স্বীকার করে খুলনা ওয়াসার চেয়ারম্যান স্থানীয় সরকার বিভাগের (পরিকল্পনা) যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, নিয়োগ সংক্রান্তসহ সকল কাজ মন্ত্রণালয় থেকে হয়। এখানে চেয়ারম্যানের প্রশাসনিক কাজ খুবই কম। তাই পিডি নিয়োগ বা দায়িত্ব প্রদান সম্পর্কে তিনি কিছুই জানেন না।

রেজাউল ইসলামের বিরুদ্ধে বছর পার হলেও শুরু হয়নি তদন্ত। খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম- দুর্নীতির অভিযোগ উঠেছে। এঘটনার বিষয়ে তদন্তে গঠিত হওয়া কমিটির কার্যক্রম স্থগিত হয়ে রয়েছে। পক্ষান্তরে ওই নির্বাহী প্রকৌশলীকে নিয়ম- বিধি উপেক্ষা করে পদোন্নতি দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত (১৩ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহমুদুল হাসান খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলামের বিরুদ্ধে তিনটি প্রকল্পের প্রকল্প পরিচালক থাকাকালীন রাষ্ট্রীয় কয়েক কোটি টাকা অপচয়, ২০১৮ সালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পাঠানো নারী কেলেঙ্কারির অভিযোগ ধামাচাপা দেওয়া, চাকরিবিধি লঙ্ঘন করে সরাসরি নির্বাহী প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়াসহ কয়েকটি অনিয়মের লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর খুলনা ওয়াসার সচিব প্রশান্ত কুমার বিশ্বাস দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তবে ওই কমিটির আহ্বায়ক থাকেন তিনি নিজেই আর সদস্য রাখা হয় অন্য একজন নির্বাহী প্রকৌশলীকে। কিন্তু কমিটিকে কোন নির্দিষ্ট দিন-তারিখ বেঁধে দেওয়া হয়নি। এর ফলে এখন পর্যন্ত ওই অভিযোগের কোনো তদন্ত শুরু হয়নি।

অভিযোগ উঠেছে, ওয়াসা'র সাবেক সচিব নিজেই তদন্ত কমিটির প্রধান থেকে ওই নির্বাহী থেকে অবৈধ সুবিধা নেওয়ার চক্রান্ত করছেন। এদিকে অভিযুক্ত রেজাউল ইসলামকে পদোন্নতি দেওয়ার চেষ্টা চলছে বলেও ওয়াসার একটি সূত্র জানায়।

সূত্রটি আরো জানায়, খুলনা ওয়াসার সাবেক সচিব প্রশান্ত কুমার বিশ্বাস, তিনি ওয়াসার বিভিন্ন মালামাল ক্রয়ের ক্ষেত্রে খবরদারি করতেন। বিভিন্ন সাপ্লায়ারদের সাথে তিনি যোগসাজসে সুবিধার মাধ্যমে তাদেরকে মালামাল সাপ্লাই এর সুযোগ করে দেন। বিগত এক বছরের অধিককাল তিনি এই কাজ করে আসছেন। যদিও এ ধরনের কাজের দায়িত্ব সংশ্লিষ্ট প্রকৌশলীদের। তিনি ইনটেক পয়েন্ট এবং ট্রিটমেন্ট প্লান্টের এর পামপ মোটর মেরামত, সাপ্লাই এবং ওয়াটার ট্রিটমেন্ট কেমিক্যাল সাপ্লাই ইত্যাদি তার অনুগত সাপ্লাইয়ারদেরকে দিয়ে থাকেন।

নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম দুর্নীতিগ্রস্ত এবং আওয়ামী লীগের বঙ্গবন্ধু প্রকৌশলীর ব্যানারে আইবি ইলেকশন করেছেন। তিনি প্রোডাকশন টিউবাল কনস্ট্রাকশনের  প্রকল্প পরিচালক ছিলেন।

তার বিরুদ্ধে আপিল গেটের ৫.৫ এম এল ডি, ট্রিটমেন্ট প্লান্ত প্লান্ট ঠিকমতো কাজ করে না বলে অভিযোগ উঠেছে। প্রোডাকশন টিউব ওয়েল অধিকাংশই অকেজো হয়ে পড়ে রয়েছে। খুলনা ওয়াসার মোট পাম্প রয়েছে ৪৮ টি বর্তমানে পাম্প  সচল রয়েছে ৩১ টি এবং পাম্প বন্ধ রয়েছে ১৭ টি। এ টিউবারগুলো নির্মাণে যথাযথ ডিজাইন অনুসরণ করা হয়নি। যার ফলে অধিকাংশ টিউবল ব্যবহারের  অনুপযোগী হয়ে পড়েছে।  আপিল গেটের ৫.৫ এম এল ডি, সার্ফেস ওয়াটার  ট্রিটমেন্ট প্লান্ট অধিকাংশ যন্ত্রপাতি অকেজো। যা খুলনা ওয়াসার পানি সরবরাহ কাজে ভূমিকা রাখতে পারছে না।

এসব অভিযোগে ২০২৪ সালের (২১ অক্টোবর) ওয়াসার সচিব প্রশান্ত কুমার বিশ্বাস কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নথি উপস্থাপন করে মো. রেজাউল ইসলাম এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেন। পরে এ বছরের ২০ এপ্রিল তৎকালীন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. হুসাইন শওকত  অফিস আদেশটি বাতিল করেন।

এ ব্যাপারে জানতে চাইলে খুলনা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, পদোন্নতির তালিকায় থাকা কারো এসিআর আপডেট নেই। আপডেট না হলে পদোন্নতির আবেদন গ্রহণযোগ্য হবে না। ফলে আগামীকালের বোর্ড মিটিংয়ে পদোন্নতির কোন সম্ভাবনা নেই।

আড়াই হাজার কোটি টাকার নতুন প্রকল্পের পরিচালক (পিডি) নিয়োগের বিষয়ে তিনি বলেন, পিডি হওয়ার জন্য চতুর্থ গ্রেড'র কর্মকর্তা হতে হবে। কিন্তু খুলনা ওয়াসায় যোগ্য কেউ নেই। ফলে এ বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। আইন লঙ্ঘণ করে ওয়াসা বা বোর্ড থেকে কাউকে সুপারিশ করা হবে না বলেও উল্লেখ করেন তিনি। 

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝