মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর বাস্তবায়িত হলে চকরিয়া নতুন নগরী হিসেবে গড়ে উঠবে- এ মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, চট্টগ্রাম বন্দরও এই বন্দরের তুলনায় ছোট হয়ে যাবে। উন্নয়নের সেই স্বপ্ন আমরাই শুরু করেছিলাম।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে কয়েকটি দল অতীতে পিআর পদ্ধতির কথা বলেছিল, তারা এখন আর তা বলে না। ২০০৮ সালের নির্বাচনে আমি কারাবন্দি ছিলাম। আমার স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমেদ আমাকে ছাড়িয়ে বেশি ভোটে জয়ী হন। তার জন্য আমি ও আমার পরিবার আজীবন চকরিয়া-পেকুয়ার মানুষের প্রতি কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রক্ত ও ত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে এসেছে। আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি, কিন্তু প্রয়োগ করতে পারিনি। এখনো কয়েকটি দল ভোট বিলম্বিত করতে ষড়যন্ত্র করছে।
এছাড়াও বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের মার্কা ধানের শীষ, গণতন্ত্রের দল বিএনপি। বেগম জিয়া গণতন্ত্রের ঐক্যের প্রতীক। তাকে অন্যায়ভাবে কারাবন্দি রাখা হয়েছিল, সুচিকিৎসা দেওয়া হয়নি, এমনকি স্লো পয়েজনিং করা হয়েছিল।
তিনি বলেন, আজকের পথসভা আমাদের রক্ত ও ত্যাগের ফসল। গণতন্ত্রের ধারাবাহিকতা রাখতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। মানুষের বাড়ি-বাড়ি গিয়ে সালাম পৌঁছে দিন, ভোট চান।
ধর্মীয় আবেগকে রাজনৈতিক প্রচারে ব্যবহার না করার সতর্কতা দিয়ে তিনি বলেন, দুনিয়ার জন্য দ্বীন বিক্রি করা নাজায়েজ। ইসলামে কোথাও নেই অমুক মার্কায় ভোট দিলে বেহেশত নিশ্চিত। মানুষের ঈমান নিয়ে খেলা করা ঠিক নয়।
তিনি আরও বলেন, বহু বছর পর একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে। দোয়া চাইতে এসেছি, ধানের শীষে ভোট চাইতে এসেছি। এখানেই নির্বাচন করব ইনশাআল্লাহ। দল অন্য সিদ্ধান্ত নিলে আপনাদের সঙ্গেই আলোচনা করে হবে। চকরিয়া-পেকুয়াই আমার মূল ঠিকানা।
পথসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ অ্যাডভোকেট হাসিনা আহমদ। এছাড়াও বক্তব্য দেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, চকরিয়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু. ফখরুদ্দীন ফরায়জী, পৌর বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম। আয়োজিত এ পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ কুতুবউদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদুল মোস্তফা।
এছাড়া আরও বক্তব্য রাখেন জালাল আহমেদ সিকদার, শাহ আলম সিকদার, জাহাঙ্গীর আলম ভুট্টো, ইব্রাহীম খলিল কাঁকন, নুরুল হক রিটু প্রমুখ।
এফপি/জেএস