Dhaka, Wednesday | 3 December 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 3 December 2025 | English
উত্তরাঞ্চল শৈত্যপ্রবাহ আসছে, বাড়ছে শীতজনিত রোগ
আবারও কমল সোনার দাম
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
ঢাকায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে
শিরোনাম:

পাইকগাছায় কে এফ ডি '৮৯ ব্যাচের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৬ পিএম  (ভিজিটর : ৬)

“এসো প্রতিবন্ধীদের হাত ধরি, সুন্দর সমাজ গড়ি”—এই স্লোগানকে ধারণ করে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে পাইকগাছায় কে এফ ডি '৮৯ ব্যাচের উদ্যোগে বিভিন্ন উপজেলার পাঁচজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, ইয়ারফোন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার লস্কর ইউপির চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনের সার্বিক দিকনির্দেশনায় তারই বাসভবনে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন চেয়ারম্যান পত্নী সোহেলী জামান।

এবার বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে হুইল চেয়ারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- পাইকগাছার কপিলমুনী এলাকার দূর্জয় রায়, হাটবাড়ি গ্রামের কনিকা রানী রায় ও সুষমা মন্ডল, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি গ্রামের রাবেয়া ও সুমন মন্ডল, এবং আশাশুনী উপজেলার উত্তর বড়দল গ্রামের মহাসিন আলী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাফিজুর রহমান কাগুজী, জামির হোসেন, কুমারেশ চন্দ্র মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীদের অভিভাবকরা।

জানা গেছে, ২০০৩ সাল থেকে চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন প্রতিবন্ধীদের উন্নয়ন ও সহযোগিতায় নিয়মিত মানবিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রতিবছর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিভিন্ন সহায়তার পাশাপাশি ফরম পূরণ, শিক্ষা সহায়তা, চিকিৎসা ও ঘর নির্মাণসহ প্রতিবন্ধীদের নানামুখী  কার্যক্রমও পরিচালনা করে আসছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝