ঝিনাইদহ সদর থানার চাঞ্চল্যকর মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত ২নং পলাতক আসামি আলম (৫০)–কে গ্রেফতার করেছে র্যাব-৬।
বুধবার (০৩ ডিসেম্বর) র্যাব- ৬ এর সিপিসি- ২ ঝিনাইদহ ক্যাম্প ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মোল্লারহাট থানার শ্মশানপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব জানায়, নিহত মুরাদের পিতা মৃত্যুবরণ করলে তিনি দোয়া মাহফিল আয়োজন করেন। এ সময় আলম মুরাদকে উদ্দেশ্য করে কটূক্তি করলে দু'জনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে (২৯ নভেম্বর) পবহাটি সিটি মোড়ে দাউদের সিমেন্ট ঘরে বসে থাকা অবস্থায় আলমসহ অন্যান্য আসামিরা চাকু, হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা চালিয়ে মুরাদকে হত্যা করে।
ঘটনার পর নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারের পর আসামিকে থানায় হস্তান্তর করা হয়। ইতোপূর্বে মামলার ৮নং আসামি রাহাত (২৫)–কে গ্রেফতার করেছে র্যাব-৬। অন্য পলাতক আসামিদের আটকে র্যাবের অভিযান চলছে।
এফপি/জেএস