| শিরোনাম: |

সংগৃহীত ছবি
পিরোজপুরের ইন্দুরকানী থানায় দায়ের করা গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী শুভ জোমাদ্দার কে র্যাব- ৮ এর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে র্যাব- ১১, সিপিএসসি নারায়ণগঞ্জের সহায়তায় সিদ্ধিরগঞ্জের মাসুদপুর পাকারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুভ জোমাদ্দার (৩২) ইন্দুরকানি উপজেলার সদর ইউনিয়নের চারা খালি গ্রামের বিল্লাল জমিদারের পুত্র।
র্যাব জানায়, ২০২৫ সালের (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৮ টা ১৫ মিনিটে পিরোজপুর জেলার ইন্দুরকানি ইউনিয়নের চরাখালি গ্রামে ভিকটিমের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে আসামি ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিম ও শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পরদিনই ভিকটিম বাদী হয়ে ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
বরিশাল র্যাব- ৮ এর সিনিয়র সহকারী পরিচালক আমিত হাসান জানায়, দেশব্যাপী আইন- শৃঙ্খলা বজায় রাখাতে সন্ত্রাস দমন এবং বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে র্যাব নিয়মিত অভিযানে রয়েছে। সেই ধারাবাহিকতায় শুভ জোমাদ্দারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পরবর্তীতে তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইন্দুরকানি থানার এস আই পলাশ সাহা জানান, আমরা সিদ্ধিরগঞ্জ থানা থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি শুভ জোমাদ্দার কে ইন্দুরকানি থানায় নিয়ে যাচ্ছি। ইন্দুরকানি থানায় নিয়ে তাকে আদালতে হস্তান্তর করা হবে।
এফপি/জেএস
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভালাইন ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
নূরউদ্দিন মোল্লার মনোনয়ন পরিবর্তনে উত্তাল মাদারীপুর-১, রাস্তায় মশাল মিছিল
পীরগাছায় দিনে দুপুরে কৃষকের জমির পাকা ধান লুট
তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না—এ প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল
বিএনপির মনোনয়ন বঞ্চনার প্রতিবাদে মুক্তারপুর সেতু অবরোধ