| শিরোনাম: |

বাংলাদেশি ব্যাটাররা ছক্কা মারতে পারেন না- এটা একটা মিথ হয়ে গিয়েছিল। এখনও যে খুব একটা পারেন তা নয়। তবে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে দুইশ ছক্কার মাইলফলক পেরিয়ে গেল টিম টাইগার। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বছরের শেষ ম্যাচের পর বাংলাদেশের মোট ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ২০৬টি।
এতদিন বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার সংখ্যা ছিল ১২২টি। গত বছর টাইগাররা এতগুলো ছক্কা মেরেছিল। তবে এবার ছাপিয়ে গেল নিজেদের। প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশ মেরেছে ২০০ বা এর চেয়ে বেশি ছক্কা। চলতি বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১৮ জন ব্যাটসম্যান ছক্কা মেরেছেন। সবচেয়ে বেশি ৪১টি ছক্কা মেরেছেন তানজিদ হাসান তামিম, যা এক বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৪টি ছক্কা মেরেছেন পারভেজ হোসেন ইমন। এছাড়া সাইফ ১৫ ম্যাচে মেরেছেন ২৯টি ছক্কা, অধিনায়ক লিটন দাস মেরেছেন ২৩টি, বহুল আলোচিত-সমালোচিত জাকের আলীর ব্যাট থেকে এসেছে ২৩ ইনিংসে ১৯টি ছক্কা এবং তাওহীদ হৃদয় মেরেছেন ১৪টি। গত বছর হৃদয় ও জাকের দুজনই ২১টি করে ছক্কা মেরেছিলেন। বাকি সবাই সিঙ্গেল ডিজিটে ছক্কা মেরেছেন। যেমন শামীম হোসেন পাটোয়ারীর ছক্কা ৯টি।
প্রশ্ন আসতে পারে- সব দেশ মিলিয়ে কারা এই বছর সবচয়ে বেশি ছক্কা মেরেছে? উত্তরটা জানলে চোখ কপালে উঠবে। কারণ, চলতি বছরে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে ক্রিকেটে অপরিচিত দেশ অস্ট্রিয়া! ২৮ ম্যাচে দলটি ৩২৬টি ছক্কা মেরেছে। ৩৪ ম্যাচে পাকিস্তান ২৩৫টি ছক্কা মেরে তালিকার ২ নম্বরে আছে পাকিস্তান। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে করলে তৃতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছেন লিটন দাসেরা।
এফপি/অ