(৫ ই আগস্টের) পর বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত সকল কর্মকর্তাদের পূণরায় চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আমিরাবাদ বটতলী মোটর স্টেশনস্থ ইসলামী ব্যাংক (পিএলসি) লোহাগাড়া শাখার সামনে সাতকানিয়া- লোহাগাড়া ইসলামী ব্যাংক চাকরিচ্যুত ফোরামের আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা সাইফুল আরমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা নাঈমুল ইসলাম, হুমায়ুন কবির, আসাদুল্লাহ, মো আব্দুল করিম, আজিজুল হক, মোহাম্মদ সোলাইমান, মিশকাতুল ইসলাম, পারভেজ রোহান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ৫ ই আগস্টের পর হঠাৎ ইসলামী ব্যাংক পিএলসি থেকে আমাদের কোন ধরনের নোটিশ ছাড়া চ্যকরিচ্যুত করে যা অত্যন্ত দুঃখজনক ও নিয়মবহির্ভূত। আমরা সকল প্রকার বৈধ ডকুমেন্টের মাধ্যমে চাকরিতে যোগদান করি। বর্তমানে আমাদের যে কোন সরকারি চাকরিতে আবেদন করার বয়স শেষ হয়ে গিয়েছে। ফলে আমরা পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কস্টের মধ্যে দিয়ে দিন যাপন করছি। পরিবারের মধ্যে চলছে অভাব অনটন, ছেলে- মেয়েদের লেখা পাড়ার খরচ যোগাতে হিমশিম খাচ্ছি, তাই আমাদের চাকরি পূণর্বহাল করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন।
বর্তমান সরকার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইসলামী ব্যাংকের পরিচালকদের প্রতি আমরা আবেদন করছি পূণরায় আমাদের চাকরিতে পূণর্বহল করে আমাদের পরিবার পরিজন নিয়ে সুন্দর একটি জীবন উপহার দেওয়ার অনুরোধ করছি।
মানববন্ধনে চাকরিচ্যুত প্রায় ২০০ জনের অধিক ব্যাংকার উপস্থিত ছিলেন।
এফপি/জেএস