মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ এর সাথে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও সুরাইয়া মমতাজ বলেন, “টঙ্গীবাড়ীর সার্বিক উন্নয়ন, সেবা প্রাপ্তি সহজীকরণ এবং প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ ও জনমুখী করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ওয়াজেদ ওয়াসীফ, টঙ্গীবাড়ী প্রেসক্লাব এর সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাবেক সভাপতি এডভোকেট ব.ম শামীম, সিনিয়র সহ সভাপতি টিটু চৌধুরী, সাধারণ সম্পাদক রনি শেখ, সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ আলম বিপ্লব, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.জসিম শেখ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরাফাত রায়হান সাকিব, সাংবাদিক মাসুম হোসেন আফিফ,হোসেন হাওলাদার, বাবু হাওলাদার, জাকির কাজি, সুমন হাওলাদার, জাহিদ হাসান, মাইনুল ইসলাম শিশির, আবু বক্কর শেখ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মো. আজিম প্রমুখ।
সাংবাদিকরা উন্নয়ন, জনভোগান্তি, সামাজিক সমস্যা ও প্রশাসনিক সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর মতামত তুলে ধরেন।
মতবিনিময় শেষে ইউএনও সাংবাদিকদের সাথে ঘনিষ্ঠ সমন্বয় রেখে টঙ্গীবাড়ীকে একটি উন্নত ও সেবামুখী উপজেলায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এফপি/জেএস