দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচিতে প্রথম ওয়ানডেতে রোহিত শর্মা ভেঙেছেন ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড। তার ছক্কার সংখ্যা এখন ৩৫১। যেখানে গত ১৫ বছর ধরে রাখা শাহিদ আফ্রিদির রেকর্ডকে পেছনে ফেললেন ভারতীয় সাবেক অধিনায়ক।
ওয়ানডে ক্যারিয়ারের শুরুতে রোহিত ছিলেন না তেমন ছক্কা নির্ভর ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে জয়পুরে তৃতীয় ইনিংসে প্রথম ছক্কা আসে তার ব্যাট থেকে। ২০১০ সালে নিজের ৪০তম ইনিংসে প্রথম সেঞ্চুরি করার আগ পর্যন্ত ১০২৩ বল খেলেও ছিল মাত্র পাঁচটি ছক্কা।
তিন বছর পরে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঝলসে ওঠেন রোহিত। এক ইনিংসে ১৬টি ছক্কা মেরে তখনকার রেকর্ড গড়েন এবং তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। এর আগ পর্যন্ত ১০২ ইনিংসে তার ছক্কা ছিল মাত্র ৩৬টি-প্রতি ছক্কা তুলতে প্রয়োজন হতো গড়ে ১০২ বলেরও বেশি।
এর পর থেকে রোহিতের ছক্কা-ঝড় আকাশছোঁয়া। পরের ১৬৭ ইনিংসে তিনি মেরেছেন ৩১৬ ছক্কা-গড়ে প্রতি ২৭.৩৫ বলে একটি। এই সময়ে তার চেয়ে বেশি ছক্কা মেরেছেন শুধু জস বাটলার (১৭১) ও ইয়ন মরগান (১৫৫)। ২০২২ সালে অল-ফরম্যাট অধিনায়ক হওয়ার পর তার ছক্কা মারার হার আরও বেড়েছে-৪৬ ইনিংসে ১০৭ ছক্কা, গড়ে প্রতি ১৭.৬৯ বলে একটি।
ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবেও রোহিত সেরা ছক্কাবাজদের একজন-৫৫ ইনিংসে তার ছক্কা ১২৬টি। অধিনায়ক হিসেবে একমাত্র মরগান (১৪৭) রোহিতের ওপরে।
রোহিতের ছক্কার পরিসংখ্যান
রোহিতের অধীনে রয়েছে একাধিক রেকর্ড—
এক দলের বিপক্ষে সর্বোচ্চ ছক্কা: অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৩টি
এক দেশে সর্বোচ্চ ছক্কা: ভারতে ১৮২টি
এক বছরে সবচেয়ে বেশি ছক্কা: ২০২৩ সালে ৬৭টি
ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা: ৫৪টি (এর মধ্যে ২০২৩ বিশ্বকাপে ৩১টি—এটিও রেকর্ড)
সব মিলিয়ে রোহিত ২৩২টি ছক্কা মেরেছেন পেসারদের বিপক্ষে, আর স্পিনারদের বিপক্ষে ১২০টি। তার ৩৫২ ছক্কার মধ্যে ১৮৮টি এসেছে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ থেকে ডিপ মিড-উইকেট অঞ্চলে। পেস বোলারদের বিপক্ষে ১২৩টি ছক্কাই এসেছে পুল বা হুক শট থেকে।
ওয়ানডের প্রথম ১০ ওভারে তার ছক্কা ১৩০টি-ক্রিস গেইল (১৫২) ছাড়া আর কেউ এত ছক্কা মারতে পারেননি। মধ্য ওভার (১১-৪০) পর্বে তার ছক্কা ১৭০টি-এ বিভাগে তিনি সবার ওপরে।
রোহিতের আগে ওয়ানডে ছক্কার রেকর্ড হাতবদল হয়েছে ১৮ বার। ১৯৭১ সালে প্রথম ছক্কা হাঁকানো ইয়ান চ্যাপেল থেকে শুরু করে রিচার্ড হ্যাডলি, ক্রিস ওল্ড, এরপর ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড, গর্ডন গ্রিনিজ ও ভিভ রিচার্ডস-ধারাবাহিকভাবে রেকর্ড দখলে রাখেন তারা।
ভিভ রিচার্ডসই প্রথম ব্যাটার যিনি ওয়ানডেতে ৫০ ও পরে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন। তার দীর্ঘ ১৬ বছরের রেকর্ড ভাঙেন সনৎ জয়সুরিয়া। পরে প্রায় এক দশক রেকর্ড দখলে রাখেন জয়সূরিয়া ও আফ্রিদি। আফ্রিদিই প্রথম ২০০, ৩০০ ও ৩৫০ ছক্কার মালিক হন। ২০১০ সালের জুনে তার ২৭১তম ছক্কায় শুরু হয় ১৫ বছরের রাজত্ব।
রোহিত সেই রাজত্বের ইতি ঘটালেন ৫৬৪১ দিন পর-রেকর্ডধারী হিসেবে ভিভের পরই সবচেয়ে দীর্ঘ সময় ধরে আফ্রিদি ছিলেন শীর্ষে।
বর্তমানে রোহিতের সবচেয়ে কাছের সক্রিয় ব্যাটার জস বাটলার (১৮২)। এরপর আছেন বিরাট কোহলি (১৫৯)। দুজনেই বয়সে ৩৫–এর ওপরে। ৩০ বছরের নিচে যারা খেলছেন, তাদের মধ্যে সর্বোচ্চ ছক্কা আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজের-মাত্র ৭০টি।
এভাবে চলতে থাকলে রোহিতই হতে পারেন ওয়ানডেতে প্রথম ৪০০ ছক্কার মালিক। এমনকি তিনি খেলা না চালালেও, বর্তমান পরিস্থিতিতে তার রেকর্ড বহু বছর অবিচল থাকার সম্ভাবনাই বেশি।
এফপি/অ