বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে দলগুলো নিজেদের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছে। আসন্ন বিপিএলে নবাগত দল সিলেট টাইটান্স। ইতোমধ্যে দেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে ভিড়িয়েছে তারা। এবার পাকিস্তানের তারকা ব্যাটারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আসন্ন আসরে সিলেট টাইটান্সের হয়ে মাঠ মাতাবেন পাকিস্তানি অলরাউন্ডার সাইম আইয়ুব। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট।
জানা গেছে, বিপিএলের পুরো আসরেই সাইমকে পাবে সিলেট। ২৩ বছর বয়সী পাকিস্তানি ব্যাটিং অলরাউন্ডার এর আগেও বিপিএলে তিন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন। দুর্দান্ত ঢাকা, ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের জার্সি গায়ে জড়িয়েছিলেন তিনি।
দেশের জার্সিতে সাইম এখন পর্যন্ত ৫৪ টি-টোয়েন্টি খেলেছেন। ১৩৩ স্ট্রাইকরেটে রান করেছেন ১০১৬। এ ছাড়া দলের প্রয়োজনে বল হাতেও উইকেট এনে দেয়ার সামর্থ্য রয়েছে তার। এখন পর্যন্ত সাইম আয়ুবের আন্তর্জাতিক উইকেট সংখ্যা ১৯টি।
বিপিএলের এবারের আসরে অংশ নেবে ৬ দল। এর আগে বিসিবি পাঁচ দলের বিপিএলের বিষয়টি চূড়ান্ত করলেও পরবর্তীতে এসে যুক্ত হয়েছে নোয়াখালী। এবারের বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো : রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।
এফপি/জেএস