বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) দুপুরে অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মীর কাওছার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি সহকারী কমিশনার (ভূমি)আতিকুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক (কৃত্রিম প্রজনন) গোপেশ চন্দ্র সরকার, থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহবুব হোসেন সরদার, কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, মৎস্য অফিসার মুর্শিদা খাতুন, প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ এ জেড এম খালেদ জুলফিকার, প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ তমাল মাহমুদ, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সুজন মিয়া প্রমুখ।
এফপি/এমআই