বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম ও নির্মম নির্যাতনের শিকার কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা দবির উদ্দিন তুষার পাবনার সুজানগর নিজ জন্মভূমিতে পৌঁছান।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে তার আগমনকে ঘিরে স্বাগত জানান বেড়া ও সুজানগরের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সন্ধ্যায় চিনিখরা স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় পাবনা-২, বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিবের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
তার গুম হওয়া ও নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তিনি আতঙ্ক, ভয় ও আবেগে কেঁদে ফেলেন। তার মুক্তি বছর পেরিয়ে গেলেও নিজগ্রামে ফিরতে পারেননি এতোদিন।
২০২৪ সালের ২৪ জুলাই রাজধানীর মিরপুরের নিজ বাসা থেকে সাদা পোশাকধারী পুলিশ পরিচয়ে দবির উদ্দিন তুষারকে তুলে নেওয়া হয়। পরিবারের সামনে তাকে প্রথমে কাফরুল থানায় এবং পরে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হলেও তার গ্রেপ্তারের বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলো কোনো তথ্য দেয়নি।
৮ দিন পর ১ আগস্ট ২০২৪ তাকে কাউন্টার টেরোরিজম পুলিশের মাধ্যমে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয়। সরকার পতনের পর ৬ আগস্ট ২০২৪ তিনি মুক্তি পান। মুক্তির পর পঙ্গু হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে মানসিক ও শারীরিকভাবে সুস্থ হতে আরও সময় অতিবাহিত হওয়ার পর তিনি নিজ গ্রামে ফিরেছেন।
এফপি/জেএস