চতুর্থ দিন শেষেই ঢাকা টেস্টে বড় জয়ের সুবাস পাচ্ছিলো বাংলাদেশ। পঞ্চম দিনে কার্টিস ক্যাম্ফারের প্রতিরোধ কেবল অপেক্ষা বাড়িয়েছে। তবে ঠিকই বড় জয় পেয়েছে টাইগাররা। ২১৭ রানের জয় দিয়ে মুশফিকুর রহিমের শততম টেস্ট রাঙিয়েছে স্বাগতিকরা। সেইসঙ্গে আয়ারল্যান্ডকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো নাজমুল হোসেন শান্তর দল।
রোববার (২৩ নভেম্বর) ক্যাম্ফার ৩৪ ও অ্যান্ডি ম্যাকব্রেইন ১১ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন। দলীয় ১৮৯ রানে ৫৩ বলে ২১ রান করে ফিরে যান ম্যাকব্রেইন। তাকে ফিরিয়ে পঞ্চম দিনে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম।
এরপর ক্রিজে আসা জর্ডান নেইলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন ক্যাম্ফার। ৪৮ রানের জুটি গড়েন তারা। ৩০ রান করে নেইল ফিরে গেলে লড়াই চালিয়ে যান ক্যাম্ফার। এতে জয়ের অপেক্ষা থেকে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরেও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যান ক্যাম্ফার। তবে ৩৭ রান করে আউট হন গ্যাভিন হোয়ে। শেষ ব্যাটার হিসেবে ম্যাথুউ হ্যাম্পায়ার আউট হলে ১১৩ ওভার ৩ বলে ২৯১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
৪ চার ও ২ ছক্কায় ২৫৯ বলে ৭১ রানে অপরাজিত থাকেন ক্যাম্ফার। বাংলাদেশের পক্ষে দুই স্পিনার তাইজুল ও হাসান মুরাদ নেন ৪টি করে উইকেট।
এটি ছিল মুশফিকের শততম টেস্ট। প্রথম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। প্রথম ইনিংসে ১০৬ ও দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অপরাজিত থাকেন মুশফিক। বড় জয় দিয়ে তার শততম টেস্ট রাঙালো বাংলাদেশ দল।
এফপি/অ