বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ের পথে এগিয়ে নিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অনুষ্ঠিত হলো এক বিশাল জনসমাবেশ। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নবীনগর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত এ সমাবেশ জনশ্রুতির রূপ নেয়।
মাঠজুড়ে ছিল মানুষের ঢল—স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারদিক “ধানের শীষের বিজয় নিশ্চিত করো”, “এম এ মান্নানকে চাই”। পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মান্নান।
তিনি বলেন—“আপনাদের ভোটে নির্বাচিত হলে নবীনগরের দুর্নীতিবাজ ও চাঁদাবাজ চক্রকে নির্মূল করা হবে। অবৈধ বালুমহাল বন্ধ করা হবে। নবীনগর–ঢাকা এবং নবীনগর–আশুগঞ্জ সড়কের সংস্কার দ্রুত সম্পন্ন করে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করা হবে। নবীনগরে গ্যাস সরবরাহও নিশ্চিত করবো।”
তিনি আরও বলেন, “আমি মান্নান নয়, আমরা সবাই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কর্মী। ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করে বিএনপিকে শক্তিশালী করতে চাই। অপপ্রচার নয়—আমি বিশ্বাস করি জনগণের ভালোবাসাই আমার শক্তি।”
সমাবেশে সভাপতিত্ব করেন নবীনগর পৌর বিএনপির সভাপতি মোঃ উবায়দুল হক লিটন।
সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল বাসার, সহ-সভাপতি ও নবীনগর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান এস. কে. হেলাল, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর. মজিব, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন টিটু, উপজেলা মহিলা দলের আহ্বায়ক প্রফেসর নাইলা ইসলামসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, গত ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনে জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে, নেতাকর্মীদের বিরুদ্ধে হয়েছে মিথ্যা মামলা, গুম-খুন ও দমন-পীড়ন। জনগণের অধিকার ফিরিয়ে আনতে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে এবং ন্যায়-নীতির রাজনীতি প্রতিষ্ঠায় ধানের শীষই পারে দেশের প্রত্যাশা পূরণ করতে।
সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন। মানুষের ঢলে মাঠসহ আশপাশের এলাকাও ভরে যায়। সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে মিছিল বের হয়।
এফপি/অ