Dhaka, Sunday | 23 November 2025
         
English Edition
   
Epaper | Sunday | 23 November 2025 | English
প্রথম বাংলাদেশি হিসেবে রেকর্ড গড়লেন তাইজুল
ঢাবি ১৫ দিন বন্ধের ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপের পূর্বাভাস
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত কমিশন : ইসি সানাউল্লাহ
শিরোনাম:

পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১২:৪৭ পিএম  (ভিজিটর : ২)

পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে ডাকাতির সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত অবস্থায় আরেক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

আজ রবিবার ভোররাতে সদর উপজেলার পশ্চিম দূর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকূল চন্দ্র রায় ওরফে দুলাল এর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মহারাজ অরফে (টাক মহারাজ) (৪০) এর বাড়ি বরিশাল। আটককৃত সবুজ হাওলাদার (৫৫) এর বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক রাধা রমন এর নেতৃত্বে থাকা পুলিশের একটি টহল টিম পশ্চিম দূর্গাপুর গ্রাম থেকে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। এদিকে স্থানীয়দের ধাওয়ায় অন্য ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের ডাক্তার আসিফ জানান, সকালে দুইজনকে জেলা হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিলো। ধারনা করা যাচ্ছে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে।

তবে ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে স্বর্ণের চেইন, কানের বালা ও শাঁখা সহ অন্যান্য স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে জানিয়েছেন দুলালের ভাই অমলেশ চন্দ্র রায়।

এফপি/অ


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝