আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
শুক্রবার (২১ নভেম্বর) জাজিরার নাওডোবা জিরো পয়েন্ট থেকে এ প্রচারণা শুরু করেন তিনি। পরে দিনব্যাপী জাজিরা উপজেলার অন্তত ২০টি পয়েন্টে পথসভায় বক্তব্য রাখেন ও গণসংযোগ করেন সাঈদ আসলাম। এসব পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও জনতার ঢল নামে।
সাঈদ আহমেদ আসলাম বলেন, আমি এখানে দায়িত্ব নিতে এসেছি, কোন সুবিধা নিতে আসিনি। আমার পরিবার ৮৫ বছর ধরে মানুষের দায়িত্ব নিয়ে এসেছে। মানুষের সেবা করেছে, মানুষের পাশে ছিল। আমার চাচা, আমার ভাই তাজা প্রাণ দিয়ে গিয়েছে জনগণের জন্য। আমিও আমার পরিবারের সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপির নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমার প্রতি বিশ্বাস ও আস্থা রেখে তাদের প্রতিনিধি হিসেবে আমাকে ধানের শীষের প্রতীক উপহার দিয়েছেন। আমি যেন সেই প্রতীক নিয়ে বিজয়ী হতে পারি, এজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আপনাদের সহযোগিতায় আমি শরীয়তপুর স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা করার পাশাপাশি এই শরীয়তপুর-১ তথা পালং-জাজিরাকে জুয়া, মাদক ও দুর্নীতিমুক্ত উন্নত-সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আঃ জব্বার খান, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, সহ-সভাপতি মোফাজ্জেল ফকির, সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার, যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ভিপি রুহুল আমিন মুন্সী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদুৎ।
এফপি/অ