Dhaka, Thursday | 20 November 2025
         
English Edition
   
Epaper | Thursday | 20 November 2025 | English
শুভ জন্মদিন তারেক রহমান
ভারতকে হারানোয় হামজা-জামালদের ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা
ঢাকায় তাপমাত্রা কিছুটা বাড়বে
শেখ হাসিনার মৃত্যুদণ্ড আইনের শাসনের উদাহরণ: দুলু
শিরোনাম:

সামাজিক সুরক্ষার দাবিতে খুলনায় জলবায়ু–অভিবাসীদের মানববন্ধন

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৯:৫৯ এএম  (ভিজিটর : ২)

খুলনা প্রেস ক্লাবের সামনে স্যার ইকবাল রোডে বুধবার (১৯ নভেম্বর) খুলনা সিটি কর্পোরেশনের জলবায়ু—অভিবাসীদের উদ্যোগে একটি শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কারিতাস খুলনা অঞ্চলের ‘ডিআরআর এবং সিসিএ’ প্রকল্পের সহায়তায় আয়োজিত এই মানববন্ধনে ০৯, ২১, ২২ এবং ৩১ নং ওয়ার্ডের প্রায় ২০০ জন জলবায়ু–বিপর্যস্ত মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনের মূল প্রতিপাদ্য ছিল— “উচ্ছেদ হওয়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা সেবায় প্রবেশাধিকারে মানবিক সেতুবন্ধন।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দীর্ঘদিন ধরে ভোগা নানা সমস্যার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। এর মধ্যে ছিল নিরাপদ ও স্থায়ী আবাসনের অভাব, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সেবার সংকট, স্বাস্থ্যসেবা গ্রহণে জটিলতা, নারীদের জন্য নিরাপদ টয়লেটের অভাব, সীমিত কর্মসংস্থানের সুযোগ এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করতে না পারায় সরকারি নিরাপত্তা বেষ্টনী থেকে বঞ্চিত হওয়ার মতো গুরুতর বিষয়গুলো।

প্রতিটি ওয়ার্ড থেকে আগত দুইজন করে কমিউনিটি প্রতিনিধি মানববন্ধনে বক্তব্য প্রদান করেন। তারা জলবায়ু—অভিবাসীদের সেবাবঞ্চনার বাস্তব চিত্র তুলে ধরে সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপের দাবি জানান। বক্তারা শহরের অনানুষ্ঠানিক বসতি এলাকায় বসবাসরত জলবায়ু—অভিবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা এবং তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মানববন্ধনে উপস্থিত খুলনা প্রেস ক্লাবের সম্মানিত প্রতিনিধি জনাব এইচ. এম. আলাউদ্দিন এই কর্মসূচির প্রতি তাঁর সংহতি প্রকাশ করেন। তিনি অংশগ্রহণকারীদের উত্থাপিত দাবিগুলোর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরে গণমাধ্যমের পক্ষ থেকে জলবায়ু—অভিবাসীদের ন্যায্য দাবি তুলে ধরতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মানববন্ধনের শেষ পর্যায়ে জলবায়ু—অভিবাসী কমিউনিটির পক্ষ থেকে প্রস্তুতকৃত স্বাক্ষরযুক্ত দাবিনামা (স্মারকলিপি) আনুষ্ঠানিকভাবে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শরীফ আসিফ রহমান এর নিকট হস্তান্তর করা হয়। শান্তিপূর্ণভাবে মানববন্ধন সমাপ্ত হয় এবং অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, তাদের এই সম্মিলিত কণ্ঠস্বর শহরের জলবায়ু—অভিবাসীদের জন্য সামাজিক সুরক্ষা, সরকারি সেবায় প্রবেশাধিকার বৃদ্ধি এবং টেকসই নগর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝