বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির কুমিল্লা ও নোয়াখালী শাখা কার্যনির্বাহী পরিষদের সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিতরণ কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলীর সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী খান মঞ্জুর মোরশেদ, ভাইস প্রেসিডেন্ট, আইইবি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মহাসচিব প্রকৌশলী মোঃ শাহেদুল আজিম (সজল)। সভার সভাপতিত্ব করেন প্রকৌশলী শেখ ফিরোজ কবির, চেয়ারম্যান, নোয়াখালী শাখা।
স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকৌশলী মোঃ ছানা উল্লাহ, চেয়ারম্যান, কুমিল্লা শাখা।
সভায় বক্তারা পদোন্নতি প্রক্রিয়ার ধীরগতি, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশের অভাব এবং প্রকৌশলীদের পেশাগত চ্যালেঞ্জ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, প্রকৌশলীরা দেশের টেকসই উন্নয়নের মূল চালিকা শক্তি। পানি ও বিদ্যুৎ খাতে তাঁদের নেতৃত্ব ও অবদান দেশের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রেক্ষিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)–কে ক্যাডার কাঠামোর অন্তর্ভুক্ত করা সময়ের দাবি বলে উল্লেখ করেন তাঁরা।
অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তির বিকাশ এবং দেশের সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রকৌশলীরা একতাবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন—এবং ভবিষ্যতেও একইভাবে কাজ করে যাবেন বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের পানি ও বিদ্যুৎ খাতের প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এবং অন্যান্য সম্মানিত প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
এফপি/অ