Dhaka, Tuesday | 18 November 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 18 November 2025 | English
শেখ হাসিনার মৃত্যুদণ্ড আইনের শাসনের উদাহরণ: দুলু
হাসিনা-কামালের বিচারে আন্তর্জাতিক ন্যায়বিচারের মানদণ্ড পূরণ হয়নি
এবারের নির্বাচন দেশ রক্ষার: প্রধান উপদেষ্টা
ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে
শিরোনাম:

শেখ হাসিনার মৃত্যুদণ্ড আইনের শাসনের উদাহরণ: দুলু

প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:২৭ পিএম  (ভিজিটর : ১১)

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ‘গত বছরের জুলাই-আগস্টে দেশের ছাত্র-জনতার ওপর গণহত্যার দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড আইনানুগ ন্যায়বিচারের প্রকৃষ্ট উদাহরণ।’

মঙ্গলবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজিপুর আমতলি বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকারের সময় দেশে হাজার হাজার মানুষ হত্যা, গুম ও নির্যাতনের শিকার হলেও কোনো বিচার হয়নি। আজও শত শত মা তার সন্তানের সন্ধান পাননি। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের যুদ্ধাপরাধের অভিযোগে শেখ হাসিনা যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পরিচালনা করেছিলেন, সেখানে অনেক অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ উঠেছিল। তবে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে দেওয়া রায়ে সকল নিয়ম ও নীতি মেনে ন্যায়বিচার নিশ্চিত করেছে।

দুলু দাবি করেন, জুলাই-আগস্টের আন্দোলনের সময় শেখ হাসিনা তার দলের লোক ও দেশের বিভিন্ন বাহিনী ব্যবহার করে গণহত্যা চালিয়েছেন। তিনি বলেন, আন্দোলনকারীদের হত্যা করতে হেলিকপ্টার ব্যবহার থেকে শুরু করে সামনাসামনি গুলি এবং লাশ দাহের মতো অপরাধ সংঘটিত হয়েছিল। আদালতে আইনজীবীরা প্রতিটি ঘটনার যথাযথ সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন।

স্থানীয় বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম হযরতের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝