শরীয়তপুরে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তারুণ্যনির্ভর, বৈষম্যহীন ও সমৃদ্ধ জাতি গঠনে জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে জেলা তথ্য অফিস, শরীয়তপুরের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর শরীয়তপুরের উপপরিচালক রাফিয়া ইকবাল এবং ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুরের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শাহিন মিয়া।
এছাড়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক রোজী আফরিন, প্রশিক্ষক দীপা দাসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বক্তারা গুজব ও অপপ্রচার প্রতিরোধ, সরকার ও রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিমূলক তথ্য থেকে সতর্ক থাকা, দুর্নীতি দমন, মানব পাচার প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক ও বাল্যবিবাহ রোধ, ডেঙ্গু প্রতিরোধসহ সমাজে নৈতিকতা ও মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে অংশগ্রহণকারী নারীরা এসব বিষয়ে ভবিষ্যতে পরিবার ও সমাজকে সচেতন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এফপি/এমআই