Dhaka, Tuesday | 18 November 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 18 November 2025 | English
হাসিনা-কামালের বিচারে আন্তর্জাতিক ন্যায়বিচারের মানদণ্ড পূরণ হয়নি
এবারের নির্বাচন দেশ রক্ষার: প্রধান উপদেষ্টা
ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে গণ সিজদাহ্
শিরোনাম:

রাবার শ্রমিককে পানিতে এসিড মিশিয়ে হত্যা

প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১১:৪৭ এএম  (ভিজিটর : ১৩১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পানির বোতলে এসিড মিশিয়ে মো. শাহজাহান (৩০) নামে ফোর এইচ (ডিভাইন গ্রুপ) কোম্পানির এক রাবার বাগানের শ্রমিককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ নভেম্বর) আলিক্ষ্যংয়ের মীরঝিরি এলাকার বাপ্পির রাবার বাগান ফ্যাক্টরি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মীরঝিরি এলাকার মো. সেলিম (৪৫) ও অজ্ঞাতনামা আরও ৩–৪ জনকে আসামি করে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে প্রধান আসামি সেলিমকে আটক করে পুলিশের কাছে দেয়া হয়। আটক সেলিম ৩ নং ওয়ার্ড আলিক্ষ্যং মীরঝিরি এলাকার মৃত হাশমত আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শাহজাহান দুই বছর ধরে ফোর এইচ (ডিভাইন গ্রুপ) কোম্পানির রাবার বাগানে টেপার হিসেবে কাজ করতেন। কোম্পানির বাগানসংলগ্ন খাস জমি দখলের পায়তারা করছিলেন সেলিম। এতে বাধা দিলে তিনি শাহজাহানকে বিভিন্ন প্রস্তাব ও প্রলোভন দেখান। শাহজাহান রাজি না হলে তাকে প্রাণনাশের হুমকিও দেন।

এরই ধারাবাহিকতায় রবিবার (১৬ নভেম্বর) ভোরে প্রতিদিনের মতো শাহজাহান বাড়ি থেকে ভাত ও পানির বোতল নিয়ে বাগানে কাজে যান। খাবার রেখে কষ সংগ্রহ শেষে দুপুরে ফ্যাক্টরিতে ফিরে পানি পান করার সঙ্গে সঙ্গেই তার বুক জ্বালা ও গলা-পোড়া শুরু হয়। তিনি চিৎকার করলে অংচি থোয়াই মার্মা ও ফারুক নামে দুই শ্রমিক তাকে উদ্ধার করেন।

পরে আহত শাহজাহানকে প্রথমে ঈদগড়ে এবং সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পথের মধ্যে জিজ্ঞেস করলে তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে ঘৃণ্য কৌশলে পানির বোতলে এসিড মিশিয়ে দেয়া হয়েছে। সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বাবা নুরুল আলম এ প্রতিবেদককে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পানিতে এসিড মিশিয়ে যে নির্মমভাবে তাকে মারা হয়েছে—এর দৃষ্টান্তমূলক বিচার চাই।

স্থানীয় বাসিন্দারা বলেন, শাহজাহান শান্ত-ভদ্র ছেলে ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হৃদয়বিদারক বিষয় হলো—মৃত্যুর মাত্র দুই ঘণ্টা পরই ঈদগাও হাসপাতালে ভর্তি অবস্থায় শাহজাহানের স্ত্রী রিফা এক পুত্রসন্তানের জন্ম দেন। সন্তান পৃথিবীতে এলেও বাবার মুখ সে আর দেখতে পেল না। স্ত্রী জানেন না তার স্বামী আর বেঁচে নেই।

এ ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন, ঘটনাটি অত্যন্ত নৃশংস। প্রধান আসামি সেলিমকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের জানাজা ও দাফন সোমবার রাত সাড়ে ৮টায় উত্তর করলিয়ামুরা বটতলী বাজার  এলাকায় সম্পন্ন হয়।

এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝