শেরপুরের নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকা অবস্থায় আব্দুল হামিদ (২৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশমঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দক্ষিণ সিধুলী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, নিহত হামিদ ছোটবেলায় পিতা মারা যাওয়ার পর নানার বাড়িতেই বেড়ে ওঠেন। নানা মারা যাওয়ার পর তিনি মামা রিয়াজত আলী (ফকির) এর বাড়িতে থাকতেন। প্রায় দুই মাস আগে তিনি নরসিংদী জেলায় গার্মেন্টসের চাকরি ছেড়ে মামার বাড়িতে ফিরে আসেন। সোমবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে রাতের খাবার খেয়ে হামিদ ঘরে ঘুমাতে যায়।
পরদিন মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে রিয়াজত আলী হামিদের ঘরের দরজা খুললে দেখেন হামিদ ঘরের ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এফপি/জেএস