Dhaka, Tuesday | 18 November 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 18 November 2025 | English
শেখ হাসিনার মৃত্যুদণ্ড আইনের শাসনের উদাহরণ: দুলু
হাসিনা-কামালের বিচারে আন্তর্জাতিক ন্যায়বিচারের মানদণ্ড পূরণ হয়নি
এবারের নির্বাচন দেশ রক্ষার: প্রধান উপদেষ্টা
ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে
শিরোনাম:

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দল নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার

প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪:৫৯ পিএম  (ভিজিটর : ১১২)

গাজীপুরের টঙ্গীর নন্দিত স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল ইসলাম সাথীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। তিনি টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। 

সোমবার দিবাগত মধ্য রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বহিস্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল ইসলাম সাথীর আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে।

এদিকে বহিষ্কার আদেশ প্রত্যাহারে খবর ছড়িয়ে পরলে টঙ্গী জুড়ে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে সরব হয়ে উঠেন তার কর্মী সমর্থক ও এলাকাবাসী। 

নেতাকর্মীদের দাবী, দেরীতে হলেও সত্যি প্রতিষ্ঠিত হয়েছে। কোন অপরাধ না করেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা অপবাদে কারাবরণ করতে হয়েছে নন্দিত এই স্বেচ্ছাসেবক দল নেতার। অবশেষে দল তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় উচ্ছাস প্রকাশ করেছেন তারা।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। আমরা নেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারণ্যের অহংকার তারেক রহমানের দিক নির্দেশনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে কাজ করে যেতে চাই। 

বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝