কৃষি শুধু জীবিকা নয়, হতে পারে সফল উদ্যোক্তা হওয়ারও ক্ষেত্র। এর বাস্তব উদাহরণ পীরগাছার বেলাল হোসেন। তার সবজি নার্সারি এখন শুধু কৃষকদের আস্থার জায়গাই নয়, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির অনুপ্রেরণাও। বীজ ও কীটনাশক ব্যবসার পাশাপাশি তার সবজি চারা নার্সারি এখন আদর্শ কৃষকদের আস্তার প্রতীক।
রংপুরের পীরগাছা উপজেলার অনন্তরাম বড়বাড়ি গ্রামে অবস্থিত আলহামদুলিল্লাহ স্পেশাল নার্সারি এখন স্বপ্ন দেখাচ্ছে কৃষকদের। ভাল চারায় ভালো ফসল, অল্প খরচে অর্ধিক লাভ এ চেষ্টাই করছেন বেলাল হোসেন।
মালিক-শ্রমিক মিলেই আধুনিক পদ্ধতিতে সবজি চারা উৎপাদন করে কৃষকদের সরবরাহ করাই বেলাল হোসেনের স্বপ্ন। তবে তার কাছে আর্থিক লাভের চেয়ে বড় তৃপ্তি হচ্ছে ভালো মানের চারা দিয়ে কৃষকদের প্রতারণা থেকে রক্ষা করা।
আর উপজেলা কৃষি কর্মকর্তা মতে, বেলাল হোসেনসহ বেশ কয়েকজন আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদন করছেন। তাদের উৎপাদিত চারা কিনে কৃষকরা অধিক ফলন পাচ্ছেন। কৃষিতে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা।
এফপি/অ