দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন।
শনিবার রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. ইমরুল হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মজিবুর রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৭৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাওলানা খলিলুর রহমান পেয়েছেন ১৬৯ ভোট। নির্বাচনকে ঘিরে ভোটারদের ব্যাপক উপস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশ প্রশংসা কুড়িয়েছে।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট হেলাল উদ্দিন আকন। তিনি পেয়েছেন ১৭৫ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন সরদার পেয়েছেন ১৪২ ভোট।
নির্বাহী সদস্য পদে ১৫ জন প্রার্থীর মধ্যে, আলি আহমেদ মোল্লা ৩৪০ ভোট, রিংকু তালুকদার ৩২০ ভোট, বিএম কামরুল হাসান ৩১২ ভোট, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ৩০২ ভোট ও এনামুল হক ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন পর সংগঠনের সদস্যদের মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য ও উচ্ছ্বাস। ভোটগ্রহণ ও গণনার পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ভোটার ও প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন। নতুন নেতৃত্বের প্রতি সবারই প্রত্যাশা—শরীয়তপুর রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রম আরও ব্যাপক পরিসরে এগিয়ে যাবে।
এফপি/অ