Dhaka, Wednesday | 26 November 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 26 November 2025 | English
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস
দারিদ্র্যের ঝুঁকিতে দেশের ৬ কোটি ২০ লাখ মানুষ
বিমান চলাচলে বাড়ছে ঝুঁকি
শিরোনাম:

এক যুগ পর প্রিয় মাঠে মেয়েরা

প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১১:১০ এএম  (ভিজিটর : ৪)

আজ বাদে কাল জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক বাংলাদেশসহ এই সিরিজে অংশ নিবে মালয়েশিয়া ও আজারবাইজান। সোমবার ঢাকায় এসেছে মালয়েশিয়া জাতীয় নারী ফুটবল দল।

উদ্বোধনী দিনে সন্ধ্যা ৭টায় মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২ ডিসেম্বর খেলবে আজারবাইজানের বিপক্ষে। এক যুগের বেশি সময় পর জাতীয় স্টেডিয়ামে খেলতে নামছে বাংলাদেশের মেয়েরা। তাতে উচ্ছ্বাসটা একটু বেশিই অধিনায়ক আফঈদা খন্দকারের, ‘জাতীয় স্টেডিয়ামে খেলার ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল; সেটা পূরণ হতে যাচ্ছে, খুব ভালো লাগছে। আপনারা আমাদেরকে সাপোর্ট করতে মাঠে আসবেন। আশা করি, আমাদের জয় উপহার দিতে পারব।’

কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ১৮ নারী ফুটবলারের বিদ্রোহ। তারপর বাফুফে কর্তাদের সমঝোতায় দুই পক্ষের মধ্যে বরফ গলে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় চুক্তিতেও নাম ওঠে সাবিনা খাতুন-মাসুরা পারভীনসহ বিদ্রোহীদের। তবে সম্পর্ক শীতল হলেও পেশাদারিত্বে কঠোর বাটলার। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে সাবিনা, মাসুরা, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী সরকার, সানজিদা ইসলামকে রাখেননি ইংলিশ কোচ। সেই ধারাটা ঘরের মাঠে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজেও রেখেছেন বাটলার। গতকাল ঘোষিত ২৩ সদস্যের দলে নেই সাবিনা, সুমাইয়া, কৃষ্ণা, সানজিদা ও মাসুরাকে। কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও তাদের জন্য জাতীয় দলের দরজাটা কি চিরতরে বন্ধ হয়ে গেছে? সোমবার সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হলে বাংলাদেশ নারী দলের কোচ জবাব না দিয়ে বলে ওঠেন, ‘এ নিয়ে আর প্রশ্ন করার দরকার নেই।’

বাটলারের এমন অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছে এ পাঁচ নারী ফুটবলারের জাতীয় দলের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। গত অক্টোবরে মেয়েদের চুক্তি বাড়ায় বাফুফে। ডিসেম্বর পর্যন্ত বেতন এবং অন্যান্য সুযোগসুবিধা পাবেন সাবিনারা। কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে থাকার পরও কেন তারা একের পর এক প্রতিযোগিতায় উপেক্ষিত। এমনকি ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতির ক্যাম্পেও রাখা হয়নি তাদের। বাটলারের পাশে বসা বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার এই প্রশ্নের উত্তরে বলেন, ‘এটা নিয়ে এখন কিছু বলতে চাই না। ডিসেম্বরে নতুন সিদ্ধান্ত জানানো হবে।’ অর্থাৎ ডিসেম্বরই শেষ হয়ে যাচ্ছে এ পাঁচ ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ার।

প্রতিপক্ষ বাংলাদেশের চেয়ে বেশ শক্তিশালী। ফিফা র‍্যাঙ্কিংয়ে আজারবাইজানের অবস্থান ৭৪ ও মালয়েশিয়া ৯২তম। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও ভালো করার প্রত্যয় কোচ বাটলারের, ‘আমরা এবার ভুটান থেকে আসা মেয়েদের নিয়ে একসঙ্গে ২২ দিনের ক্যাম্প করেছি। দলের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। মনে করি সঠিক পথেই আছে। সিনিয়র ও অনূর্ধ্ব-২০ থেকে ২৩ জনের স্কোয়াড দিয়েছি। এই দুটি ম্যাচ আমাদের জন্য এশিয়ান কাপের প্রস্তুতির মঞ্চ হলেও আমরা দুটি ম্যাচেই জিততে চাই।’

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ নারী ফুটবল দল: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান, রুমা আক্তার ও তনিমা বিশ্বাস।

ম্যাচ         তারিখ           দল                   বনাম                 সময়           ভেন্যু
ম্যাচ ১  ২৬ নভেম্বর ২০২৫, বুধবার বাংলাদেশ      বনাম  মালয়েশিয়া রাত ৭:০০    জাতীয় স্টেডিয়াম, ঢাকা
ম্যাচ ২  ২৯ নভেম্বর ২০২৫, শনিবার আজারবাইজান বনাম  মালয়েশিয়া রাত ৭:০০    জাতীয় স্টেডিয়াম, ঢাকা
ম্যাচ ৩  ২ ডিসেম্বর ২০২৫,  মঙ্গলবার বাংলাদেশ বনাম  আজারবাইজান রাত ৭:০০    জাতীয় স্টেডিয়াম, ঢাকা

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝