Dhaka, Tuesday | 25 November 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 25 November 2025 | English
বিমান চলাচলে বাড়ছে ঝুঁকি
ঢাকায় তাপমাত্রা কেমন থাকবে আজ
ফারাক্কা বাঁধ: উত্তরবঙ্গের জলসংকটের মূল শিকড়
ভূমিকম্প নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি
শিরোনাম:

ঝালকাঠি জেলা যুবদলের আহবায়ক শামীম তালুকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৫:০১ পিএম  (ভিজিটর : ৮)

ঝালকাঠি জেলা যুবদলের আহবায়ক মোঃ শামীম তালুকদারের বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার হয়েছে। ২০২৪ সালের ৯ আগস্ট তার বিরুদ্ধে গৃহীত বহিষ্কারাদেশটি দীর্ঘ পর্যালোচনা ও তদন্তের পর ২৪ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলীয় প্যাডে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়। এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে পুরো ঝালকাঠি জেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে আনন্দ, স্বস্তি ও উৎসবের পরিবেশ।

দলীয় সূত্র জানায়, সংগঠনের দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা, জনগণের পাশে থাকা এবং যুবদলের আদর্শের প্রতি তার অবিচল অঙ্গীকার– এসব বিবেচনায় কেন্দ্রে পুনর্বিবেচনার ফলেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সিদ্ধান্তটি প্রকাশের সাথে সাথেই ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছার বন্যা বয়ে যায়। নেতাকর্মীরা মনে করছেন, শামীম তালুকদারের ফিরে আসা জেলা যুবদলের সাংগঠনিক শক্তিকে আরও গতিশীল করবে।

শামীম তালুকদার এক প্রতিক্রিয়ায় জানান, “এই সিদ্ধান্ত আমাকে আরও দায়িত্ববান করেছে। আমি আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে জেলা যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করবো। জনগণের অধিকার ও জনস্বার্থে আমি সবসময় নিজেকে নিয়োজিত রাখবো।”

দলীয় নেতাকর্মীরা বলছেন, তার প্রত্যাবর্তনে রাজাপুর, কাঠালিয়া, নলছিটি ও ঝালকাঠি সদরসহ পুরো জেলায় যুবদলের সাংগঠনিক তৎপরতা নতুন গতি পাবে। বিশেষ করে নির্বাচনী মাঠে, গণসংযোগে এবং সরকারের বিরুদ্ধাচারী নীতি মোকাবিলায় তিনি আগের চেয়ে আরও সাহসী ভূমিকা রাখবেন বলেই আশা সকলের।

বহিষ্কার আদেশ প্রত্যাহারের এই দিনটি ঝালকাঠি জেলা যুবদলের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে শামীম তালুকদার আরও ঐক্যবদ্ধ, আরও শক্তিশালী, এবং আরও জনগণের নেতা হিসেবে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝