রাঙামাটিতে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয়বারের মতো গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং টেস্ট করা হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে রাঙামাটি আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ্ এমদাদিয়া এই প্রতিযোগিতার আয়োজন করে। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ্ এমদাদিয়া রাঙামাটি জেলা কার্যকরী সংসদের সভাপতি মোঃ পারভেজ উদ্দিনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সহ কো-অর্ডিনেটর আব্দুল করিমের সঞ্চালনায় বিচারক ছিলেন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর হাফেজ কারী মোবারক আলী হোসাইনী ও ফাউন্ডেশনের বিচারক হাফেজ শাহাদাৎ হোসেন। এসময় দারুত তালিম জেলার সাধারণ সম্পাদক গোলাম হোসেন ও সিরাজদৌলা তালুকদার এবং কাউখালী উপজেলার গোলাম মোস্তফাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ্ এমদাদিয়া রাঙামাটি জেলা কার্যকরী সংসদের সভাপতি মোঃ পারভেজ উদ্দিন বলেন, সারাদেশে জেলা-উপজেলায় এই হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি অডিশন থেকে ২০জনকে ইয়েস কার্ড প্রদান করা হবে। ইয়েস কার্ড প্রাপ্তরা জাতীয়ভাবে অনুষ্ঠেয় গ্রান্ড ফাইনালে অংশ নিবে। আগামী বছরের ১৫ জানুয়ারি গ্রান্ড ফাইনালে অংশ নেয়া প্রতিযোগিতায় বিজয়ীদের স্বর্ন, রৌপ্য পদক এবং সম্মানজনক পুরস্কার প্রদান করা হবে।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসার ৭৫জন শিক্ষার্থীর মধ্যে ফাইনাল অডিশনের জন্য ২০জনকে ইয়েস কার্ড প্রদান করা হয় এবং তাদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এরপর অর্ধ শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপিং করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এফপি/অ