ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সোমবার রাতে রোমাঞ্চকর টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে ইতিহাসের সামনে দাঁড়িয়েছে পর্তুগাল। টাইব্রেকারে ৬-৫ গোলে হেরে ফাইনালে অস্ট্রিয়ার মুখোমুখি হবে পর্তুগিজরা।
দোহায় ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে গতি ছিল দুই দলের খেলায়। প্রথমার্ধে পর্তুগালের ছয়টি ও ব্রাজিলের আটটি শট জালের ঠিকানা খুঁজে পায়নি।
বিরতির পরও ছিল একই চিত্র। সুযোগ ছিল, গোল নেই। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অতিরিক্ত সময় না থাকায় নির্ধারিত ৯০ মিনিট শেষে রেফারি সরাসরি খেলা টাইব্রেকারে নিয়ে যান।
পেনাল্টির শুরুটা ছিল নিখুঁত।
প্রথম পাঁচটি শটেই দুটি দল গোল করল অনায়াসে। এরপরই নাটকীয়তা। পর্তুগালের গোলরক্ষক রোমারিও কুনিয়া নিজের শটটা পোস্টের বাইরে পাঠিয়ে বসেন। কিন্তু ঠিক পর মুহূর্তেই ব্রাজিলের রুয়ান পাবলোর শট ঠেকিয়ে দলকে সমতায় ফেরান।
সাডেন ডেথে শেষ হাসি হাসে পর্তুগিজরাই। পর্তুগালের গোলের বিপরীতে ব্রাজিলিয়ান অ্যাঞ্জেলোর শট হয় লক্ষ্যভ্রষ্ট।
এর আগে প্রথম সেমিফাইনালে অস্ট্রিয়া ২-০ ব্যবধানে হারিয়ে দেয় ইতালিকে। আগামী ২৭ নভেম্বর ফাইনালে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। একই দিনে ইতালির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।
এফপি/জেএস