নাটোরে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১৭৩ গ্রাম হিরোইনসহ ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে সদর থানা পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার দত্তপাড়া বাজার সংলগ্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হিরোইন সহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ তারেক আলী (৩০), পিতা মোহাম্মদ ফারুক হোসেন এবং বাদশা (৪২), পিতা আলম হোসেন দু’জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার একই থানায়।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি চালবোঝাই ট্রাকে মাদক পাচারের তথ্য পাওয়ার পর নাটোর সদর থানা পুলিশের একটি চৌকস দল দত্তপাড়া এলাকায় চেকপোস্ট বসায়। পরে সন্দেহভাজন ট্রাকটি থামিয়ে চালকের কেবিনে তল্লাশি চালানো হলে দুটি আলাদা কাগজে মোড়ানো প্যাকেট থেকে মোট ১৭৩ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয় এবং ট্রাকটি থানায় জব্দ করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে সফল একটি অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছি। উদ্ধারকৃত হিরোইনের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এফপি/অ