Dhaka, Tuesday | 2 December 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 2 December 2025 | English
প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের ওপর সন্তুষ্ট ৭০ শতাংশ মানুষ: আইআরআই জরিপ
মধ্যরাতে এভারকেয়ারে বাড়তি নিরাপত্তা
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
ঢাকার আবহাওয়া দুপুর যেমন থাকবে
শিরোনাম:

বিশ্বকাপ দলে এস্তেভাওয়ের জায়গা নিশ্চিত : আনচেলত্তি

প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১১:২১ এএম  (ভিজিটর : ৪)

ব্রাজিলের নবীন প্রতিভা এস্তেভাওয়ের ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত করে দিলেন কার্লো আনচেলত্তি। মাত্র ১৮ বছর বয়সী এই উইঙ্গার গত গ্রীষ্মে ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে ২৯ মিলিয়ন পাউন্ডে প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে যোগ দেন। স্ট্যামফোর্ড ব্রিজে পা রাখার পর থেকেই দারুণ পারফরম্যান্সে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।


চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তিনটি গোল করেছেন এস্তেভাও। গত সপ্তাহে বার্সেলোনার বিপক্ষে একক নৈপুণ্যে করা দুর্দান্ত গোলটি ইউরোপজুড়ে প্রশংসা কুড়িয়েছে। ২০২৬ বিশ্বকাপে এস্তেভাওকে দলে দেখা যাবে কি নাএমন প্রশ্নের জবাবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম এসপোর্তে রেকর্ডকে আনচেলত্তি বলেন, ‘আমি মনে করি, অবশ্যই সে বিশ্বকাপে থাকবে। গত ছয় মাসে যেভাবে সে খেলেছে, তাতে তার জায়গা নিশ্চিত।’


২০২৪ সালের সেপ্টেম্বরে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয় এস্তেভাওয়ের। এরপর দ্রুতই আনচেলত্তির প্রথম একাদশে জায়গা করে নেন তিনি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১১ ম্যাচে পাঁচ গোল করেছেন এই তরুণ ফরোয়ার্ড, যার মধ্যে শেষ তিন ম্যাচেই করেছেন চারটি গোল। এস্তেভাও সম্পর্কে আনচেলত্তি বলেন, ‘সে খুবই স্পেশাল। বয়স কম হলেও তার প্রতিভা প্রকৃতি প্রদত্ত। প্রতিভা বিকাশের পাশাপাশি ধারাবাহিকতা ধরে রাখাই এখন তার সবচেয়ে বড় লক্ষ্য।’


বর্তমানে চেলসির কোচ এনজো মারেস্কার অধীনে প্রিমিয়ার লিগে ১১টি ম্যাচ খেলেছেন এস্তেভাও, যার মধ্যে পাঁচটিতে ছিলেন শুরুর একাদশে। প্রিমিয়ার লিগের ক্লাবটিতে এস্তেভাওয়ের উন্নতিতে সন্তুষ্ট আনচেলত্তি বলেন, ‘শারীরিক সক্ষমতা, কৌশলগত বোঝাপড়া এবং মানসিক দৃঢ়তাএই তিনটি দিকেই সে দ্রুত উন্নতি করছে। চেলসি নিশ্চয়ই তার জন্য আলাদা উন্নয়ন পরিকল্পনা করছে। জাতীয় দলের উচিত এই বিরল প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করা।’


এফপি/

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝