| শিরোনাম: |

সংগৃহীত ছবি
শ্রীলঙ্কায় সাইক্লোন ডিটওয়া–র প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধস পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। শুক্রবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৭ জনে। নিখোঁজ থাকা ২১৪ জনের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র।
কলম্বো থেকে প্রকাশিত বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, টানা কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের বহু অঞ্চলে পানিবন্দি পরিস্থিতি তৈরি হয়েছে। এতে ব্যাপক ধস, ঘরবাড়ি ধ্বংস ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, ভয়াবহ এ দুর্যোগে দ্বীপ রাষ্ট্রটির মোট জনসংখ্যার প্রায় এক-দশমাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ কোটি ২০ লাখ মানুষের মধ্যে ২০ লাখেরও বেশি মানুষ বন্যা ও ভূমিধসের কারণে মারাত্মকভাবে প্রভাবিত হয়েছেন। এর মধ্যে লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, উদ্ধারকাজ অব্যাহত থাকলেও বহু এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো আটকে থাকা মানুষের সংখ্যা সঠিকভাবে নির্ধারণ করা যাচ্ছে না। সেনা, নৌ ও বেসামরিক উদ্ধার দলগুলো একযোগে কাজ চালিয়ে যাচ্ছে।
এফপি/অ