Dhaka, Wednesday | 10 December 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 10 December 2025 | English
সিআইডি ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল
ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা ১৬ ডিগ্রিতে
মদ বিক্রি শুরু করলো সৌদি আরব
শিরোনাম:

আইপিএল নিলামের চুড়ান্ত তালিকা থেকে বাদ সাকিব

প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৫২ এএম  (ভিজিটর : ৭)
বাংলাদেশের ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান।

বাংলাদেশের ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান।

বিপিএলের নিলামে রাজনৈতিক কারণে জায়গা হয়নি সাকিব আল হাসানের। এবার আইপিএলের মিনি নিলামের প্রাথমিক তালিকায় তার নাম থাকলেও চুড়ান্ত তালিকায় জায়গা হয়নি। আইপিএল কর্তৃপক্ষ প্রকাশিত নিলামের চুড়ান্ত তালিকায় আছেন সাত বাংলাদেশি- মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও রাকিবুল হাসান।

মিনি নিলাম থেকে ৭৭ জন খেলোয়াড় কিনতে পারবে দলগুলো, যার মধ্যে ৩১জন বিদেশি। ১০টি ফ্র্যাঞ্চাইজি থেকে পছন্দের খেলোয়াড়দের তালিকা পাওয়ার পর নিবন্ধিত খেলোয়াড়দের এই তালিকা থেকে শর্টলিস্ট তৈরি করবে আইপিএল কর্তৃপক্ষ। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে এই তালিকা জমা দিতে হবে দলগুলোকে। আইপিএলের নিয়মানুযায়ী, সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করা যাবে।

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের এবারের মৌসুমের মিনি নিলাম। ভারত ছাড়া ১৪টি দেশের খেলোয়াড়েরা মিনি নিলামের জন্য নিজেদের নাম দিয়েছেন। এবারের মিনি নিলামে মূল আকর্ষণ হতে পারেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তবে অস্ট্রেলিয়ান তারকা ম্যাক্সওয়েল এবারের আইপিএলের নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেননি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝