সৌদি প্রো লিগ আগামী জানুয়ারির ট্রান্সফার উইন্ডোকে সামনে রেখে বড়সড় পরিকল্পনা করছে। লিভারপুল তারকা মোহামেদ সালাহকে দলে ভেড়াতে সৌদি আরব ‘যা কিছু করা প্রয়োজন, সবই করবে’ বলে ‘গালফ নিউজ’কে জানিয়েছে দেশটির ফুটবলাঙ্গনের ঘনিষ্ঠ সূত্র। ৩৩ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ডকে আনার প্রস্তুতি ইতোমধ্যেই শুরু করেছে শীর্ষ ক্লাবগুলো।
ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের আগে ক্লাবকে উদ্দেশ করে সালাহর দেওয়া তীব্র সমালোচনামূলক সাক্ষাৎকারের পরই তাকে অস্থায়ীভাবে দল থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয় লিভারপুল। এর আগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ ড্র হওয়া ম্যাচে পুরোটা সময় বেঞ্চে বসে থাকতে হয় সালাহকে। ম্যাচ শেষে তিনি অভিযোগ করেন, ‘আমাকে বলির পাঁঠা বানানো হচ্ছে। কোচের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
এরপর থেকেই লিভারপুলে সালাহর ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দেয়। সূত্র জানায়, বিষয়টি ক্লাব–কোচ–খেলোয়াড়ের যৌথ আলোচনার মাধ্যমেই সাময়িক নিষেধাজ্ঞায় গড়ায়, তবে সালাহর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তির ব্যবস্থা করা হয়নি। অন্যদিকে, বোর্নমাউথের ঘানাইয়ান ফরোয়ার্ড অ্যান্টোইন সেমেনিও লিভারপুলে যেতে আগ্রহী। যদিও আর্সেনাল ও ম্যানচেস্টার সিটিও তাকে দলে ভেড়ানোর জন্য মাঠে নেমেছে।
লিভারপুলের নজরে রয়েছেন আরও এক খেলোয়াড়—ক্রিস্টাল প্যালেসের ইংলিশ ডিফেন্ডার মার্ক গেহি। তিনি নিজেও অ্যানফিল্ডে সুযোগ পেলে তা কাজে লাগাতে চান। তবে বার্সেলোনাও তার প্রতি আগ্রহ দেখিয়েছে। ইতালিয়ান ক্লাব এএস রোমা ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ ফরোয়ার্ড জোশুয়া জির্কজিকে দলে নেওয়ার জন্য আলোচনা করেছে। একই সঙ্গে জানুয়ারিতে ব্রাইটন থেকে আয়ারল্যান্ডের স্ট্রাইকার ইভান ফার্গুসনের ধারের চুক্তি শেষ করার পরিকল্পনাও আছে তাদের।
এফপি/অ