| শিরোনাম: |

বেগম রোকেয়া দিবস আজ মঙ্গলবার। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর দিবসটি পালন করা হয়। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। ১৯৩২ সালের একই দিনে এই মহীয়সীর মৃত্যু হয়।
খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুর দিন আজ মঙ্গলবার ৯ ডিসেম্বর। তাই দিবসটি সরকারিভাবে পালিত একটি জাতীয় দিবস।
এ দিনে বেগম রোকেয়ার অবদানকে স্মরণ করে নারীর ক্ষমতায়ন ও শিক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, অধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনন্য অর্জনের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করা হয়।
মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং শানিত লেখনীর মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ শতকের একজন বিরল ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে আছেন। স্বামীর উৎসাহ ও সহযোগিতায় তিনি দেশি-বিদেশি লেখকদের লেখার সঙ্গে পরিচিত হন।
১৯০২ সালে পিপাসা নামে একটি বাংলা গল্প লিখে সুনাম কুড়ান। এরপর একে একে লেখেন ‘মতিচূর’ প্রবন্ধ এবং সুলতানার স্বপ্ন এর মতো নারীবাদী বিজ্ঞান কল্পকাহিনি। ১৯০৯ সালে পাঁচ ছাত্রী নিয়ে ভাগলপুরে ‘সাখাওয়াৎ মেমোরিয়াল গার্লস স্কুল’ স্থাপন করেন। নারীদের উন্নয়নে অবদান রাখায় এবার রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।
এফপি/অ
লালপুরে ভেজাল গুড়বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লক্ষ টাকা জরিমানা
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ
নাটোরে পৌঁছেছে হত্যার শিকার মা-মেয়ের মরদেহ, শোকাচ্ছন্ন পুরো এলাকা
হবিগঞ্জে আধিপত্য বিস্তারে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১
অদম্য নারী পুরস্কার পাচ্ছেন পাইকগাছার ৫ গর্বিত নারী