| শিরোনাম: |

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের যুদ্ধে নিহতের সংখ্যা ৭০ হাজার ৩৬৬ জনে পৌঁছেছে। আহত হয়েছেন এক লাখ ৭১ হাজার ৬৪ জন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় গত ২৪ ঘণ্টায় আহত ছয় ফিলিস্তিনি মারা গেছেন। গত ১০ অক্টোবর ফিলিস্তিনি উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরও ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে ৩৮৬ জন নিহত এবং ৯৮০ জন আহত হয়েছেন।
মানবিক সাহায্য প্রবেশের বিষয়ে মিডিয়া অফিস জানিয়েছে, গাজায় প্রতিদিন গড়ে ২২৬ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরাইলের ন্যূনতম ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেয়ার কথা ছিল।
চুক্তির প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরাইলি পণবন্দীদের মুক্তি অন্তর্ভুক্ত। পরিকল্পনায় গাজার পুনর্নির্মাণ ও হামাস ছাড়াই একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে।
এফপি/অ
বিশ্বজিৎ হত্যার ১৩ বছর আজ; মরার আগে বিচার দেখে যেতে চায় বাবা-মা
আমজনতার তারেক ও মশিউজ্জামানের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ
হবিগঞ্জে আধিপত্য বিস্তারে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১
নাটোরে পৌঁছেছে হত্যার শিকার মা-মেয়ের মরদেহ, শোকাচ্ছন্ন পুরো এলাকা
কাল শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’, উদ্বোধন করবেন উপদেষ্টা ফারুকী