জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করায় পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে বাজার চৌরাস্তা মোড় থেকে বের হওয়া বিশাল আনন্দ মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জি. এম. আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তোহিদুজ্জামান মুকুল, তুষার কান্তি মণ্ডল, কাজী সাজ্জাদ হোসেন মানিক, মোস্তফা মোড়ল, অ্যাডভোকেট টি. এম. সাইফুদ্দিন সুমন, মেছের আলী সানা, আছাদুজ্জামান ময়না, নাজির আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এফপি/জেএস