মুন্সীগঞ্জের গজারিয়া ডাকাত সন্দেহে জনতার হাতে আটক হয়েছে তিন যুবক। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে। পরে শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে আটক তিন জনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসী।
আটক ব্যক্তিরা হলেন-চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জসিম বেপারির ছেলে রাসেল মিয়া (৩০), নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনোয়ার হোসেনের ছেলে আবু হানিফ (৪২) এবং গজারিয়া উপজেলার বালুয়াকান্দী গ্রামের হানিফ মিয়ার ছেলে লোকমান হোসেন (৩৫)।
শিমুলিয়া গ্রামের আব্দুল আজিজ, কাশেম মিয়া ও জালাল উদ্দীনসহ কয়েকজন গ্রামবাসী জানান, সম্প্রতি এলাকায় ধারাবাহিক ভাবে চুরি ও ডাকাতির ঘটনা বাড়তে থাকায় স্থানীয়রা রাতজেগে পাহারা দিচ্ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সঙ্ঘবদ্ধ ১০-১২ জনের একটি দলকে বিদ্যালয়ের সামনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেন তারা। এ সময় গ্রামবাসী ধাওয়া দিলে দলের বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করেন স্থানীয়রা। আটক ব্যক্তিদের কাছ থেকে ২১টি রাবার কার্তুজ, তিনটি রামদা, ২০টি ককটেল ও ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। পরে শুক্রবার সকালে আটক তিনজনকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান তারা।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু বলেন, আটক তিন জনকে হাসপাতালে আনা হয়েছিল। কারো আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের পুলিশের জিম্মায় ফেরত দেওয়া হয়েছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এর আগেই বিক্ষুব্ধ জনতা আটক তিনজনকে গণপিটুনি দিয়ে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এফপি/জেএস