গুণগত ও আদর্শ শিক্ষা বিস্তারের প্রত্যয়ে দিনাজপুরের নবাবগঞ্জে নিজস্ব ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নবাবগঞ্জ আইডিয়াল স্কুল। আজ শনিবার সকাল ১১টায় বিদ্যালয়টির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক আল আলিমুল আল রাজি (রাজিব)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নজরুল ইসলাম ফতেহ, সম্মানিত চেয়ারম্যান, ২নং বিনোদন নগর ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি রেজাউল ইসলাম, নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার ডেভিড, অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল সবুজ, সহকারী অধ্যাপক আব্দুল খালেক, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, বিএনপি নেতা মহররম হোসেন, প্রধান শিক্ষক এনামূল হক, শিক্ষক শহিদুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কেবল ইট–বালুর দেয়াল নয়; এটি একটি দৃষ্টিভঙ্গি, একটি প্রতিশ্রুতি এবং একটি আলোকিত ভবিষ্যতের স্বপ্ন। নবাবগঞ্জ আইডিয়াল স্কুল সেই স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সিটিজেন নুরুল হক সর্দার, উপাধ্যক্ষ ইকরামুল হক, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সুপার ওবায়দুল ইসলামসহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও শিক্ষা সচেতন ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতেই নবাবগঞ্জ আইডিয়াল স্কুলের যাত্রা—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
এফপি/অ