চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরে একটি ভাড়া বাসা থেকে কালু প্রধান (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে জীবননগর পৌরসভার শাপলাকলি পাড়ার একটি ফ্ল্যাট বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কালু প্রধান পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত আব্দুর রহিম প্রধানের ছেলে। তিনি জীবননগর বাজারের একজন ভুসিমাল ব্যবসায়ী ছিলেন। প্রায় চার বছর ধরে তিনি শাপলাকলি পাড়ায় একটি ভাড়া বাসায় একাকী বসবাস করে আসছিলেন।
কালু প্রধানের মেয়ে সালমা খাতুন জানান, বৃহস্পতিবার দিনগিয়ে রাত সাড়ে ১২টার দিকে মোবাইল ফোনে তার বাবার সঙ্গে তার মায়ের শেষ কথা হয়। এরপর শুক্রবার সারাদিন বাবার সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মামা মাসুদ রানাকে ফ্ল্যাটে পাঠান। ফ্ল্যাটে গিয়ে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাসার মালিক মোসলেম উদ্দিনের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় খাটের ওপর কালু প্রধানকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মৃত বলে নিশ্চিত করা হয়।
পরিবারের সদস্যদের ধারণা, ঘরের ভেতরে অবস্থানকালে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি স্ট্রোকজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কন্যা সালমা খাতুন বাদী হয়ে জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
এফপি/জেএস